ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যূনতম শেয়ার ধারণ নিশ্চিত করতে ডিএসইর চিঠি

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ মার্চ ২০১৮

ন্যূনতম শেয়ার ধারণ নিশ্চিত করতে ডিএসইর চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পাশাপাশি প্রত্যেক পরিচালকের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) ২ শতাংশ শেয়ারধারণ নিশ্চিত করতেও বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, ওটিসি বিভাগ ৬৫টি কোম্পানির মধ্যে ৫৪টি কোম্পানিকে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে। ১১টি কোম্পানির কোন হদিস না থাকায় তাদের চিঠি দেয়া সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে যেসব কোম্পানি তথ্য হালনাগাদ করা হয়েছে তাদের মধ্যে ১৩টি কোম্পানির পরিচালকদের মোট পরিশোধিত মূলধনের ৩০ শতাংশের কম শেয়ার ধারণ রয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ওয়েভিং এ্যান্ড ফিনিশিং মিলের পরিচালকদের রয়েছে ২৩.৪৪ শতাংশ, আশরাফ টেক্সটাইল মিলে ২৫.১৫ শতাংশ, বাংলাদেশ ইলেক্ট্রিসিটি মেটারে ২৫ শতাংশ, বেঙ্গল বিস্কুটে ১৯.৩৬ শতাংশ, ঢাকা ফিসারিজে ১২.০৫ শতাংশ, দ্য ইঞ্জিনিয়ার্সে ১৯.৯১ শতাংশ, এক্সেলসির সুজে ৬.২৩ শতাংশ, গ্যাছি হাটা এগ্রিকালচারে ২৬.৪ শতাংশ, মেঘনা শ্রিম কালচারে ২৭.৮৪ শতাংশ, মিতা টেক্সটাইলে ২৪.০৫ শতাংশ, মডার্ন ইন্ডাস্ট্রিজে ১৫.৪৯ শতাংশ, পারফিউম কেমিক্যালে ২১.৩৮ শতাংশ, ফার্মাকো ইন্টারন্যাশনালে ২৫.৫৫ শতাংশ এবং ফনিক্স লেদার কমপ্লেক্সের পরিচালকদের কাছে রয়েছে ২৬.৪৫ শতাংশ। সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২০এ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) মোট পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার ধারণ করবেন। যা ২০১১ সালের ২২ নবেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী মেনে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) কোম্পানিগুলোর এই কমপ্লায়েন্স নিশ্চিত করবে। গত ফেব্রুয়ারিতে লেনদেন হয়েছে ৯টি কোম্পানির ৯ লাখ ৩৯ হাজার শেয়ার। যার বাজার মূল্য ছিল ৪ কোটি ৪৪ লাখ টাকা। আর চলতি মাসের প্রথমার্ধে লেনদেন হয়েছে ১০টি কোম্পানির ৬৮ হাজার ৫৮৯টি শেয়ার। যার বাজার মূল্য ৯ লাখ ১৫ হাজার টাকা। ওটিসি মার্কেটে বর্তমানে ৬৫টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ১৩টি কোম্পানির শেয়ার ডিম্যাট হয়েছে। বাকি ৫২টি কোম্পানির শেয়ার এখনও কাগুজে শেয়ারেই রয়ে গেছে।
×