ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:৫৪, ২৫ মার্চ ২০১৮

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৮.২২ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৭৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় এক হাজার ৩৭৯ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি টাকা বা ২৮.২২ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ৪৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৮ দশমিক ৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২.৮৩ দশমিক শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক ৪৫ শতাংশ বা ১৪০.১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৬০ শতাংশ বা ৩৩.৮৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ বা ২৬.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টি কোম্পানির। আর দর কমেছে ২৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কুইন সাউথ টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ওয়াতা কেমিক্যাল, মুন্নু সিরামিক, ইফাদ অটো, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সালভো কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও গ্রামীণফোন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ওয়াতা কেমিক্যাল, স্টাইলক্রাফট, সেন্টাল ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, ফাইন ফুড, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, ডরিন পাওয়ার ও এসিআই। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা পেট, ফাস ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, মাইডাস ফাইন্যান্স, ডেফোডিল কম্পিউটার, রতনপুর স্টিল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও রিজেন্ট টেক্সটাইল। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে ২.৩৫ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টি কোম্পানির। আর দর কমেছে ২১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।
×