ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় ছাত্রী নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ২৫ মার্চ ২০১৮

মানিকগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায়  ছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৪ মার্চ ॥ মানিকগঞ্জে শহরের নিরাময় ক্লিনিকের সামনে শনিবার সকাল ১০টার দিকে মোটরবাইকের চাপায় ইফসিতা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত স্কুল ছাত্রী মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামের সুহেলের কন্যা। নিহত শিশুর কাকা সুমন জানান, ইফসিতা আক্তারকে তার মা নিপা বেগম শনিবার সকাল ১০টার দিকে হলি ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিয়ে যাচ্ছিল। শহরের নিরাময় ক্লিনিকের সামনে একটি মোটরবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকটি মোটরবাইক এসে ধাক্কা দিলে সে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ইফসিতাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। . ফরিদপুরে ব্যবসায়ী জিস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ট্রাকের নিচে চাপা পড়ে বিদ্যুত সরকার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। বিদ্যুত সরকার একজন মুদি ব্যবসায়ী। তিনি মধুখালী পৌরসভার গোন্দারদিয়া মহল্লার মৃত অনীল সরকারের ছেলে। . চট্টগ্রামে পথচারী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। তার নাম আবু বক্কর সিদ্দিক (৪৫)। শুক্রবার গভীর রাতে বাদামতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারান। নিহত আবু বকর সিদ্দিকী বগুড়া সদরের আলাউড়া এলাকার জনৈক মতিউর রহমানের পুত্র বলে পুলিশ জানায়। . দিনাজপুরে জাপার ২১ নেতাকর্মী আহত স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, জাপার মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বাস উল্টে দিনাজপুরে ২১ জন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টায় ফুলবাড়ী উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের পূর্ব নারায়ণপুর মোড়ে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ঢাকার মহাসমাবেশে জাপার নেতাকর্মীদের বহনকারী বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় দলের ২১ জন নেতাকর্মী আহত হন। . বাঁশখালীতে আহত ৫ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার দোকান সংলগ্ন প্রধান সড়ক এলাকায় বাস-অটোরিক্সা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনায় আহত হয়েছে ৫ যাত্রী। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চমকে হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
×