ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গলাচিপায় সোনার দোকান লুটের ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মার্চ ২০১৮

গলাচিপায় সোনার দোকান লুটের ঘটনায় আরও  একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের নির্মল কর্মকারের মালিকানাধীন ‘মা স্বর্ণ শিল্পালয় এ্যান্ড জুয়েলারি’ নামের স্বর্ণ দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত শীর্ষ ডাকাত নান্নু সিকদারকে পুলিশ গ্রেফতার করেছে। ঝালকাঠি জেলার রাজাপুর থানা পুলিশের সহায়তায় গলাচিপা পুলিশ শুক্রবার রাতে রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। নান্নু সিকদার ওই গ্রামের মুনসুর সিকদারের ছেলে। গ্রেফতারকৃত নান্নু সিকদারকে শনিবার বিকালে গলাচিপা থানায় নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সাপ্তাহিক হাটের দিন শনিবার রাত পৌনে আটটার দিকে শহরের ব্যস্ততম এলাকার ওই স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দোকান লুট করে। এলাকার লোকজন হাতবোমা উপেক্ষা করে চারদিক ঘিরে দুইজন ডাকাতকে আটক করে পুলিশে দেয়।
×