ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনা মেডিক্যাল সংঘর্ষের ঘটনায় ৬ জনের শাস্তি

প্রকাশিত: ০৬:৪৩, ২৫ মার্চ ২০১৮

পাবনা মেডিক্যাল  সংঘর্ষের ঘটনায়  ৬ জনের শাস্তি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ মার্চ ॥ প্রায় দুই মাস আগে পাবনা মেডিক্যাল কলেজে সংঘটিত ছাত্রে সংঘর্ষের ঘটনায় কলেজের দুই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ৪ জনকে অন্য কলেজে বদলির সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ১১ জানুয়ারি রাতে কলেজ শাখা ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে ৯ শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ কর্তৃপক্ষ পরদিন ১২ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন। ১২ দিন বন্ধ থাকার পর ২৪ জানুয়ারি পুনরায় কলেজে ক্লাস শুরু হয়। ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কলেজের দুই শিক্ষার্থী কলেজের বৃত্তিমূলক পরীক্ষার নির্ধারিত সময়ের ৬ মাস পরে পরীক্ষা দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে কলেজের কার্যক্রম পরিচালনার স্বার্থে ৪ শিক্ষার্থীকে পাবনা মেডিক্যাল কলেজ থেকে অন্য কোন মেডিক্যাল কলেজে বদলির সুপারিশ করা হয়েছে।
×