ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবি শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ০৬:৪২, ২৫ মার্চ ২০১৮

পাবিপ্রবি শিক্ষার্থী  নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ মার্চ ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের বাংলা বিভাগের ১০ম ব্যাচের জসিম উদ্দিন (২০) নামের এক শিক্ষার্থী বুধবার দুপুর থেকে নিখোঁজ হয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কুড়ালগাছি গ্রামে। সে পাবনা পৌর এলাকার মক্তবপাড়া মহল্লার গালিব ছাত্রাবাসে থাকতেন। ঘটনার বিষয়ে পাবিপ্রবির বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রিজেন বোর্ড সদস্য ড. আব্দুল আলিম জানান, তাদের এ ছাত্র শহরের রাধানগর এলাকার মক্তবপাড়ার গালিব ছাত্রাবাসে থাকতেন। বুধবার রাতে তার নিখোঁজের ঘটনা ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা জানায়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হয়েছে। আমরা তার পরিবার সঙ্গে কথা বলেছি। তার বড় ভাইকে এ ঘটনা জানানো হলে তিনি জানান, নিখোঁজ জসিমের মোবাইল ফোন থেকে তার কাছে একটি ম্যাসেজ এসেছে। ম্যাসেজে বলা হয়েছে ভাই আমি খুব বিপদে আছি আমাকে আর ফোন দিস না। তারপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে ঘটনার বিষয়ে পাবনা সদর থানা এবং পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রাজ্জাক জানান, বিশ্ববিদ্যালয় থেকে বিষয়টি জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
×