ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ০৬:৪১, ২৫ মার্চ ২০১৮

ইউপি সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৪ মার্চ ॥ সদর উপজেলার ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান মল্লিকের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে সরকারী সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী নিজে বাদী হয়ে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন। অভিযুক্ত ইউপি সদস্য মিজানুর রহমান মিজান মল্লিক (৪০) সদর উপজেলার ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নে পশ্চিম ডুমরিতলা গ্রামের সাহেব আলী মল্লিকের পুত্র। জান যায়, সরকারী সোহরাওয়ার্দী কলেজের ডিগ্রী ২য় বর্ষের পড়ুয়া ছাত্রীর সঙ্গে ছাত্রী শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান ওরফে মিজান মল্লিকের মোবাইল ফোনে কথা বলার মধ্যমে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ জানুয়ারি ২০১৮ সালে এ কলেজ ছাত্রীর সঙ্গে জরুরী কথা আছে বলে মোবাইলে শহরে আসতে বলে মিজান। এ সময় তাকে শহরের বলাকা ক্লাব সড়কে একটি বাসায় নিয়ে বিয়ে করার প্রস্তাব দিলে প্রথমে কলেজ ছাত্রী রাজি না হলেও পরে পরিস্থির কারণে সে রাজি হয়। এরপর শারিকতলার এলাকার কাজী কালাম ও মিজান মল্লিকের বন্ধু সাইফের সাক্ষীতে তাদের বিবাহ সম্পন্ন হয়। মিজান কলেজ ছাত্রীকে তার মায়ের কাছে নিয়ে বিয়ে হয়েছে বলে জানায়।
×