ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেমোরি অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:৪০, ২৫ মার্চ ২০১৮

মেমোরি অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৪ মার্চ ॥ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবু সাঈদ সিদ্দিকী রচিত এবং শিক্ষা তথ্য প্রকাশনী, ঢাকা কর্তৃক প্রকাশিত ও আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর মনতোষ কুমার দে। এতে বইয়ের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, পঞ্চগড় এমআর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আমির আলী, পঞ্চগড় ও নীলফামারী জেলা শিক্ষা অফিসার শংকর কুমার ঘোষ ও শফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার রায়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
×