ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় শত্রুতার জেরে শতাধিক আমগাছ কর্তন

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ মার্চ ২০১৮

নওগাঁয় শত্রুতার জেরে শতাধিক আমগাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সাপাহারে পূর্বশত্রুতার জেরে নূর মোহাম্মদ ও আবেদুল হক নামে দু’ভাইয়ের ১ বছর বয়সী আমবাগান থেকে শতাধিক গাছ কর্তন করে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে গাছ কর্তনের ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুলডাঙ্গা মৌজার ২৩৫, ২৩৬, ২৩৭ ও ২৩৮ নং দাগের বাগানে। জানা গেছে, বাসুল ডাঙ্গা গ্রামের মৃত-দবির উদ্দীন মন্ডলের পুত্র নুর মোহাম্মাদ ও তার ভাই আবেদুল হক উল্লিখিত ৪ দাগে মোট ৫ বিঘা জমিতে এক বছর পূর্বে ১ হাজার আম গাছের চারা রোপণ করেন। বছরখানেক সময় ধরে পরিচর্যার পর গাছগুলো যখন সবল ও সতেজ হয়ে উঠেছিল ঠিক সেই মুহূর্তে শত্রুতার জেরে একই গ্রামের মৃত আঃ গনি মাস্টারের ছেলে মোঃ আবুল হোসেন ও মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ গোলাম রাব্বানী তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে রাতের অন্ধকারে বাগানে প্রবেশ করে বাগান থেকে শতাধিক গাছের মাথা কেটে ফেলে অপূরণীয় ক্ষতিসাধন করে। ক্ষতিপূরণ ও গাছ কাটার সুবিচারের জন্য নূর মোহাম্মাদ ও তার ভাই আবেদুল হক স্থানীয় থানা, উপজেলা পরিষদ ও কৃষি বিভাগে পৃথক আবেদন করেছেন।
×