ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলেজ অধ্যক্ষ থেকে মিনুপত্নীকে সাসপেন্ড

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ মার্চ ২০১৮

কলেজ অধ্যক্ষ থেকে মিনুপত্নীকে  সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুপত্নী সালমা শাহাদাতকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিকুর রহমান বাদশা স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত অধ্যক্ষ সালমা শাহাদাতের বিরুদ্ধে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়ন না করা, নিয়োগ প্রক্রিয়াসহ কলেজের বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অধ্যক্ষ সালমা শাহাদাত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রী। ২০০৩ সাল থেকে সালমা শাহাদাত রাজশাহী মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। গত ১৯ মার্চ তাকে বরখাস্ত করা হলেও শনিবার বিষয়টি জানাজানি হয়। কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৯ মার্চ অধ্যক্ষ সালমা শাহাদাতকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশের কপি অধ্যক্ষ সালমা শাহাদাতকেও দেয়া হয়েছে। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। এরপরও তিনি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন বাদশা। শফিকুর রহমান বাদশা বলেন, পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত তিনি মানেন না। কোন সিদ্ধান্ত নিলে তিনি বাস্তবায়ন করেন না। এছাড়াও কলেজের নিয়োগ প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম করেছেন। পরিচালনা পর্ষদ সেগুলো অনিয়মের জবাব চাইলেও অধ্যক্ষ সালমা তা দেয়নি। ফলে বাধ্য হয়ে পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় বলে জানান কলেজটির সভাপতি।
×