ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নৃত্যপটিয়সী রোবট

প্রকাশিত: ০৫:২৯, ২৫ মার্চ ২০১৮

নৃত্যপটিয়সী রোবট

সুইজারল্যান্ডের জুরিখে একদল গবেষক তৈরি করেছেন চার পায়ের অত্যাধুনিক একটি রোবট। রোবটটি গান বা বাজনা বিশ্লেষণ করে গতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে সক্ষম। রোবটটি নাচতে পারদর্শী বলে এটি শুধু নেচেই যাবে তা কিন্তু নয়। এটিকে আরও নানা কাজে লাগানোর কথা জানিয়েছেন ওই গবেষক দল। -ফিউচারিজম
×