ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এলিয়েনের রহস্য উন্মোচন

প্রকাশিত: ০৫:২৯, ২৫ মার্চ ২০১৮

এলিয়েনের রহস্য উন্মোচন

২০০৩ সালে চিলির আতাকামায় ছয় ইঞ্চি দৈর্ঘ্যরে একটি কঙ্কালের সন্ধান মেলে। এটা কিসের কঙ্কাল জানা ছিল না কারও, তাই এর নাম দেয়া হয় ‘আটা’। গবেষকরা কঙ্কালটির ডিএনএ বিশ্লেষণ করে জানতে পারলেন কঙ্কালটি একটি বাচ্চা মেয়ের, যে কী না বামন ব্যাধিতে ভুগছিল। প্রায় ৪০ বছর আগে জন্মের সময়ই মৃত্যু হয় আটার। আর মৃত্যুর সময় পুরোপুরি মানবশিশুতে পরিণত হয়ে উঠতে পারেনি আটা। -ওয়েবসাইট
×