ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এসএজিসি ডিবেট ফেস্টিভ্যাল সমাপ্ত

প্রকাশিত: ০৫:২৯, ২৫ মার্চ ২০১৮

এসএজিসি ডিবেট  ফেস্টিভ্যাল  সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ ‘বলার অধিকার, শোনার দায়িত্ব’ স্লোগানে ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে শেষ হয়েছে তিনদিনব্যাপী এসএজিসি ডিবেট ফেস্টিভ্যাল-’১৮। শনিবার বিকেলে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল এসএম মতিউর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ আনোয়ার গার্লস কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যন হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান এএফডব্লিউসি, পিএসসি। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা অন্য শিক্ষার্থীর চাইতে অনেক বেশি স্মার্ট। লেখাপড়ার পাশাপাশি মেধা মননকে শাণিত করতে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। যুক্তির এই চর্চা শুধু প্রতিষ্ঠানে যেন সীমাবদ্ধ না থাকে, জীবন পরিচালনায় এবং জাতীয় প্রয়োজনে যেন তার স্পর্শ থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান। তিনি আরও বলেন যুক্তনিষ্ঠ মানুষ একটি দেশকে, জাতিকে উন্নততর করে তুলে। তাই যুক্তির নিরিখে আবেগ ভাাবাসায় প্রিয় মাতৃভূমিকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হবে। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মাদকের অপব্যবহার, কর্মমুখী শিক্ষার অভাব, প্রশ্নপত্র ফাঁস, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, জঙ্গীবাদ, কিশোর গ্যাং ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদের কিশোর তরুণ শিক্ষার্থীদের।
×