ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের সাফল্যে মহিলা সংস্থার আলোচনা সভা

প্রকাশিত: ০৫:২৮, ২৫ মার্চ ২০১৮

দেশের সাফল্যে মহিলা সংস্থার  আলোচনা সভা

স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক সাফল্যে জাতীয় মহিলা সংস্থা শনিবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেটের সভাপতিত্বে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়ামের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন। সংস্থার নির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্থার প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, মীনা পরভীন, নুরুন্নাহার হেনা, জিএন নজমুল হোসেন খান, সহকারী পরিচালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, বাংলাদেশকে আর কেউ দমায়ে রাখতে পারবা না। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বিশেষ অতিথি মাহমুদা শারমিন বেনু বলেন, বাংলার প্রতিটি ধূলিকণায় বঙ্গবন্ধু মিশে আছে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। স্বাগত বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভীন বলেন, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণ যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা উন্নত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এই অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। এই অর্জন বাঙালী জাতির অর্জন। -বিজ্ঞপ্তি
×