ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বানাপ্রসের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ০৫:২৫, ২৫ মার্চ ২০১৮

বানাপ্রসের আহ্বায়ক  কমিটি গঠন

রাজধানীর ধানমন্ডির য়ারোয়া বুক কর্নার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশের নারী প্রকাশকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নারী প্রকাশকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রকাশক সমিতি (বানাপ্রস) গঠিত হয়। সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। য়ারোয়া বুক কর্নার-এর প্রকাশক জান্নাতুন নিসাকে আহ্বায়ক এবং বর্ণবই-এর প্রকাশক শাহীনা আক্তারকে সদস্য সচিব মনোনীুত করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- লিলি হক (চয়ন প্রকাশনী), জোবায়দা গুলশান আরা হেনা (পিপিএমসি), গুলশান আরা বাবলী (অন্বয় প্রকাশ), শামীমা শাহীন (চন্দ্রদীপ), রুমানা শারমীন (দ্য পপ আপ), নাহরীন জান্নাত (চন্দ্রবিন্দু প্রকাশনী), শাহনাজ পারভীন (বইবাংলা), নিলুফা ইয়াসমীন (সাত ভাই চম্পা), রীনা রানী রায় (মা প্রকাশনী), শিখা সরকার (সপ্তবর্ণ), রেইনি দিল আফরোজ নাসরীন (মা ও শিশু), কাব্য সুলতানা (ঊষার দুয়ার) এবং সালমা রেহানা (শিশু গ্রন্থকুটির)। -বিজ্ঞপ্তি
×