ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেপটাউন টেস্ট

মরকেলের ৩০০, চাপে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:২০, ২৫ মার্চ ২০১৮

মরকেলের ৩০০, চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ পঞ্চম দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হলেন মরনে মরকেল। প্রোটিয়া পেসারদের তোপের মুখে কেপটাউন টেস্টেও চাপে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৩১১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়ে গেছে স্টিভেন স্মিথের দল। মরকেল ও কাগিসো রাবাদা নিয়েছেন ৪টি করে উইকেট। ২ উইকেট শিকার করেছেন অপর পেসার ভারনন ফিল্যান্ডার। শনিবার তৃতীয়দিনের তৃতীয় সেসনে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯১। সবমিলিয়ে ২৪৭ রানের লিড হয়ে গেছে ফ্যাফ ডুপ্লেসিসদের। উল্লেখ্য, ১-১এ চলমান চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট খেলছে দ’দল। সিরিজে এগিয়ে যেতে দু’দলের জন্যই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। কেপ টাউনে দ্বিতীয়দিনেই ল্যান্ডমার্ক শিকার পূরণ করেন ৩৩ বছর বয়সী মরকেল। শন পোলক, মাখায়া এনটিনি, এল্যান ডোনাল্ড ও ডেল স্টেইনের পর পঞ্চম প্রোটিয়া হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকারি হলেন তিনি। শন মার্শকে আউট করে এদিন নিজের মাইলফলক গড়েন মরকেল। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করে। বিপরীতে চা বিরতির আগেই এদিন প্রথম ইনিংসে ১৫০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওসমান খাজাকে (৫) নিজের প্রথম শিকার বানান মরকেল। এরপর অজি অধিনায়ক স্টিভ স্মিথের (৫) উইকেট শিকার করেন। ২৬ রান করা শন মার্শকে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ বানিয়ে ৩০০ উইকেট পূরণ করেন মরকেল। ইতিহাসে সবমিলে ৩২তম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হলেন তিনি। প্রোটিয়া বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি শন পোলক। সাবেক এই ডানহাতি ফার্স্ট বোলারের উইকেট সংখ্যা ৪২১টি। ৪১৯ উইকেট নিয়ে তার পরের অবস্থানে ডেল স্টেইন। ফিটনেসের অভাবে এই টেস্টে খেলতে পারছেন না তিনি। তবে আগেই ঘোষণা দেয়ায় সিরিজের শেষ টেস্টটাই হবে স্টেইনের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে ডারবানে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক মরকেলের। ৮৫তম টেস্টে এসে ৩০০ উইকেটের কীর্তি গড়লেন তিনি। ২০১০ সাল পর্যন্ত ২৪ টেস্টে তার উইকেট সংখ্যা ছিল ৪৯টি। মরকেল-রাবাদার তোপের মুখে অসি ওপেনার ব্যানক্রফট সর্বোচ্চ ৭৭ রান করেন। এছাড়া আর কোন হাফ সেঞ্চুরি নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ দশ নম্বরে নামা নাথান লেয়নের। উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইন অপরাজিত থাকেন ৩৪ রানে। আর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়েছেন এইডেন মার্করামা। প্রথম ইনিংসে আদ্যপান্ত ব্যাটিংয়ের রেকর্ডগড়া ডিন এলগারও ১৪ রানে সাজঘরে ফিরে গেছেন। পতন হওয়া ৩ উইকেটের দুটিই নিয়েছেন অসি-পেসার প্যাট কামিন্স।
×