ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লীগে নিয়মনীতি ভঙ্গের অভিযোগ

যশোর ডিএফএ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:১৭, ২৫ মার্চ ২০১৮

 যশোর ডিএফএ সভাপতির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠু নিজের করা নিয়মনীতি নিজেই মানেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি মূলত চলতি জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লীগে স্বেচ্ছাচারিতা ও নিয়মনীতি লংঘনের মাধ্যমে নিজের দল আবাহনী ক্রীড়াচক্রকে চ্যাম্পিয়ন করার অপচেষ্টার কারণে। তার এই স্বেচ্ছাচারিতা ও নিয়মনীতি লঙ্ঘনের কারণে লীগের সর্বোচ্চ পয়েন্টধারী দল রাহুল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন থেকে ছিটকে পড়েছে। রাউন্ডভিত্তিক এই লীগে রাহুল স্মৃতি সংসদ নিজেদের ৮ খেলায় ৮টিতে জয়ী হয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। সামনে তাদের একটি খেলা রয়েছে। সেই খেলায় হারজিতের কোন প্রশ্ন নেই। রাহুল স্মৃতি সংসদই একমাত্র দল যারা এই লীগে নিজেদের কোন খেলায় পরাজিত হয়নি। যে কারণে অনেক আগে থেকেই নিশ্চিত তারা চ্যাম্পিয়ন। কিন্তু তাদের এই চ্যাম্পিয়ন হিংসায় পর্যবসিত হয়েছে। ডিএফএ সভাপতি নিজের দল আবাহনী ক্রীড়াচক্রকে চ্যাম্পিয়ন করতে রাহুল স্মৃতি সংসদের বিপক্ষে ষড়যন্ত্র শুরু করেন। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ৭ ফেব্রুয়ারি কুহেলিকা উন্নয়ন সংঘ, ১০ ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ১৩ ফেব্রুয়ারি নিজের দল আবাহনী ক্রীড়াচক্রের মধ্যকার খেলায় রাহুল স্মৃতি সংসদের হয়ে একজন করে বি-লীগের খেলোয়াড় খেলানোর অভিযোগ এনে প্রত্যেকটি খেলার পূর্ণ ৩ পয়েন্ট কর্তন করেন। ৩ পয়েন্ট ও ৩ খেলায় বিজিত দলকে প্রদান করেন। অথচ লীগের বাইলজে কোথাও নেই যে বি-লীগের খেলোয়াড় এই লীগে খেলানো যাবে না। সেখানে উল্লেখ রয়েছে প্রত্যেক দল বাফুফের রেজিস্ট্রেশনকৃত ৮ জন খেলোয়াড়কে নিজের দলে রেজিস্ট্রেশন করাতে পারবে এবং প্রত্যেক খেলায় ৮ জন খেলোয়াড়ের পরিবর্তে ৫ জন করে খেলোয়াড় খেলাতে পারবে। সেক্ষেত্রে রাহুল স্মৃতি সংসদ মাত্র ১ জন করে খেলোয়াড় খেলিয়েছে। এরপরও আসাদুজ্জামান মিঠু স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্রমূলকভাবে নিজের দলকে চ্যাম্পিয়ন করাতে মরিয়া হয়ে নিজে বাইলজ সংশোধন করেন। সংশোধিত বাইলজে বি-লীগের খেলোয়াড় খেলানো যাবে না এই বিষয়টি সংযুক্ত করেন। এর মাধ্যমে তিনি রাহুল স্মৃতি সংসদের ৩ খেলার পয়েন্ট কর্তন করে সেই ৩ পয়েন্ট খেলার বিজিত দলকে প্রদান করেন। যে কারণে রাহুল স্মৃতি সংসদের অর্জিত ২৪ পয়েন্ট থেকে ৯ পয়েন্ট বাদ যায়। বাইলজ অনুযায়ী কোন দলের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের কোন অভিযোগ থাকলে তা খেলা শেষে ৩ ঘণ্টার মধ্যে জানাতে হবে। সেক্ষেত্রে অভিযোগটি কর্তৃপক্ষ ৫ দিনের মধ্যে নিষ্পত্তি করবে। কিন্তু ৩ খেলা শেষে ৩ ঘণ্টার মধ্যে কোন দলই রাহুল স্মৃতি সংসদের বিরুদ্ধে অভিযোগ দেয়নি। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও নিয়মনীতি লঙ্ঘন করে রাহুল সংসদকে এক মাস পর তাদের এই পয়েন্ট কেটে নেয়ার বিষয়টি জানান। এদিকে রাহুল স্মৃতি সংসদের পয়েন্ট কেটে নেয়া এবং ডিএফএ সভাপতি আসাদুজ্জামান মিঠুর অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নিয়মনীতি লঙ্ঘনের মাধ্যমে তার দলকে চ্যাম্পিয়ন না করতে পারে সেজন্য রাহুল স্মৃতি সংসদের ক্লাব প্রতিনিধি মাসুদুর রহমান টনি বাদী হয়ে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, যুগ্ম সম্পাদক নুরুল আরেফিন ও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নানকে বিবাদী করে বৃহস্পতিবার যশোর জজ আদালতে একটি মামলা হয়েছে। আদালত বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লীগের চ্যাম্পয়ন ঘোষণা করতে পারবে না বলে জানিয়েছে।
×