ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে জিল্লুর রহমান ক্রিকেট লীগ উদ্বোধন

প্রকাশিত: ০৫:১৬, ২৫ মার্চ ২০১৮

কিশোরগঞ্জে জিল্লুর রহমান ক্রিকেট  লীগ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে দীর্ঘ ৮ বছর পর তৃণমূল ক্রিকেটে জোয়ার আনতে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এক্সপো চেয়ারম্যান মাহবুব আনাম লীগের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান হাজার হাজার ভক্ত-অনুরাগীর সঙ্গে নিজের ৩১তম জন্মদিন উদযাপন করেন। বিশ্ব ক্রিকেট তারকা যখন জন্মদিনের বিশাল কেক কাটেন তখন হাজার হাজার দর্শক সাকিব-সাকিব ধ্বনিতে মুখরিত করে তোলে গোটা স্টেডিয়াম। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এ সময় বক্তৃতা করেন বিসিবি পরিচালক এ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক এডিসি তরফদার মোঃ আক্তার জামিল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজাল, বিসিবি পরিচালক হাজী গোলাম মর্তুজা বাপ্পাসহ লীগ আয়োজক কমিটির লোকজন উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারে করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করেন। আগামী ২৯ মার্চ থেকে শুরু হয়ে কিশোরগঞ্জের প্রথম বিভাগের ১৬ দল ৪টি গ্রুপের সমন্বয়ে ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে লীগের স্পন্সর থাকছে লংকা বাংলা গ্রুপ। লীগের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। নতুন স্টেডিয়ামে তৈরি করা হয়েছে পিচ। এছাড়াও স্টেডিয়ামসহ আশপাশের এলাকাকে সাজানো হয়েছে নতুন করে। মাইকিংসহ শহরের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে ব্যানার-পোস্টার। লীগে অংশ নেয়া দলগুলো হচ্ছে- মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, সদরুল আলম স্মৃতি সংসদ, নগুয়া ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, এলাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা, সূর্য সংঘ, মঈনুল স্মৃতি ক্রিকেট ক্লাব, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও নবদিগন্ত ক্রিকেট ক্লাব।
×