ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার

প্রকাশিত: ০৪:১৮, ২৫ মার্চ ২০১৮

শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী ঐক্যজোটের সম্মেলন ও নৌবিহার গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন-১০ যোগে ঢাকার সদরঘাট থেকেই এই নৌবিহার যাত্রা শুরু করে। যাত্রাপথে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন মাহফুজুল ইসলাম রন্জু, লুৎফুল আজম রানা, মুনসুরুল আলম হীরা ও আবু হোসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা, রানী সরকার, খালেদা আক্তার কল্পনা, মিনু মমতাজ, টিভি অভিনেতা আব্দুল কাদের, খাইরুল কাদের, চিত্রনায়িকা নতুন, অঞ্জনা, সুজাতা আজিম, আফজাল শরীফ, এস এম মহসিন, শাহেদ শরীফ খান, সোহেল খান, আলেকজেন্ডার বো, শাহনূর, হুমাইরা হিমু অপ্সরা সুহি, বৃষ্টি, তামান্না প্রমুখ। এছাড়া দেশের ৪৩টি জেলার শিল্পী ঐক্যজোটের সদস্যরা এই সম্মেলনে যোগ দেয়। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন শিহাব রিফাত আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মকফুবার রহমান সুইট ও ইশরাত পায়েল। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা, র‌্যাফের ড্র’র পুরস্কার বিতরণী প্রভৃতি। এছাড়া অনুষ্ঠানে মিডিয়া ভিকটিম সাপোর্ট সেন্টার, মেডিক্যাল টিম ও ব্লাড ব্যাংকের মৌখিক ঘোষণা দেয়া হয়েছে। যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়েছে। ২০১৪ সালের ২৩ মার্চ চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, বেতার ও মঞ্চ শিল্পী-কলাকুশলীদের সংগঠন শিল্পী ঐক্যজোট প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও অসুস্থ শিল্পীদের কল্যাণের পাশাপাশি নতুন শিল্পী তৈরিতে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ের শিল্পীদের ঐক্যবদ্ধ করে তাদের সঠিক মূল্যায়ন করাই এই সংগঠনের কাজ বলে জানান সংগঠনের সভাপতি ডিএ তায়েব। এই সংগঠনের বর্তমানে ৪৩ জেলা, ২২ উপজেলা, ৭ ইউনিয়ন ও ১টি বিভাগীয় শাখা রয়েছে। জোটের সাধারণ সম্পাদক জিএম সৈকত বলেন, সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতীয় পর্যায়সহ সবশিল্পীকে সম্মান, মর্যাদা এবং অধিকার আদায়ে জোটকে গতিশীল করা। আমাদের সম্মেলন সফল হয়েছে।
×