ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিটিভিতে বিশেষ প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিল অন্ধকারে’

প্রকাশিত: ০৪:১৭, ২৫ মার্চ ২০১৮

বিটিভিতে বিশেষ প্রামাণ্য কাহিনীচিত্র  ‘যা ছিল অন্ধকারে’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে ৭ মার্চ থেকে প্রতিদিন রাত ১১টায় প্রচার হচ্ছে ধারাবাহিক প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিল অন্ধকারে’। বিচারপতি হামুদুর রহমান কমিশনের অপ্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে ‘যা ছিল অন্ধকারে’ প্রামাণ্য কাহিনীচিত্রের মূল ভাবনা, পরিকল্পনা ও রচনা হারুন রশীদ। উপস্থাপনা ডাঃ নুজহাত চৌধুরী। নির্দেশনা ও প্রযোজনা আউয়াল চৌধুরী। শিল্প নির্দেশনা মীর আহসান, আলোক নির্দেশনা শামসুল হক, চিত্রগ্রহণ শোভন বিশ^াস, সম্পাদনা দীপঙ্কর চৌধুরী উজ্জল, আবহসঙ্গীত আকতারুল হক। ‘যা ছিল অন্ধকারে’ কাহিনীচিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহিদুল আলম সাচ্চু, আজিজুল হাকিম, জিয়াউল হাসান কিসলু, মোহাম্মদ বারী, শাহ আলম দুলাল, আহমেদ রুবেল, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম, আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, মাজনুন মিজান, আদনান ফরুক হিল্লোল, মাহমুদুল হাসান মিঠু, মারুফ কবীর, ঝুনা চৌধুরী, তোফা হোসেন, অনন্ত হীরা, রামিজ রাজু, আবদুল্লাহ রানা, চন্দন রেজা, তারিকুজ্জামান তপন, রওনক বিশাখা শ্যামলী, আশরাফ কবীরসহ আরও অর্ধশতাধিক নাট্যশিল্পী। বিশ শতকের ইতিহাস কলঙ্কিত করেছিল যেসব নৃশংসতা তার অন্যতম হচ্ছে উনিশ শ’ একাত্তর সালে বাংলাদেশে সংঘটিত পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যা। নয় মাসে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করেছে ত্রিশ লাখ মানুষ। ধর্ষণ করেছে দুই লাখের বেশি বাঙালী নারীকে। ধ্বংস ও লুণ্ঠন করেছে বাংলাদেশের সম্পদ, স্থাপনা ও ঘরবাড়ি। দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময়ে এত ব্যাপক গণহত্যা আর ঘটেনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর কাছে পরাজয়ের পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হামুদুর রহমানের নেতৃত্বে এক তদন্ত কমিটি গঠন করে। কমিশনের দায়িত্ব ছিল সেই পরিস্থিতি তলিয়ে দেখা যেখানে বাংলাদেশে অর্থাৎ পাকিস্তানের ভাষায় ইস্টার্ন কমান্ডে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। লুণ্ঠনকে আড়াল করে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্বকে যুদ্ধে পরাজয়ের জন্য দায়বদ্ধ করার লক্ষ্যে গঠিত হয়েছিল এ কমিশন। কমিশনে বক্তব্য রাখতে গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে নিয়োজিত পাকিস্তানের সেনা কর্মকর্তারা রেখে ঢেকে যা বলেছে তা থেকেও ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা কোনভাবেই আড়াল করা যায়নি। পাকিস্তান সরকার কিন্তু হামুদুর রহমান কমিশন রিপোর্ট প্রকাশ করেনি। ২০০০ সালের আগস্ট মাসে ভারতে ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় কমিশনের রিপোর্টের অংশবিশেষ প্রকাশিত হয়। আর সে রিপোর্ট নিয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর প্রকাশ করেছে, ‘একাত্তর : গণহত্যার দলিল’। তার ওপর ভিত্তি করে বিশেষ ধারাবাহিক প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিল অন্ধকারে’।
×