ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএমএসের লুমিনের ‘পঁচিশে মার্চ’

প্রকাশিত: ০৪:১৭, ২৫ মার্চ ২০১৮

ডিএমএসের লুমিনের ‘পঁচিশে মার্চ’

স্টাফ রিপোর্টার ॥ ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন। সাধারণত ব্যান্ডের বাইরে এককভাবে খুব একটা গান করেন না তিনি। এবার ব্যান্ডের বাইরে গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। গানের শিরোনাম ‘পঁচিশে মার্চ’। গানটি লিখেছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর করেছেন সাজেদ ফাতেমী। সঙ্গীতায়োজন করেছেন জে আর সুমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ। ব্যান্ডের বাইরে গিয়ে প্রথম গান করা প্রসঙ্গে লুমিন বলেন, লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখা তার দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা। তাছাড়া এটি একটি দেশের গান। গানের কথাগুলো হৃদয়স্পর্শী। গীতিকার দেওয়ান লালন বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। নিজেও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালের ‘পঁচিশে মার্চ’ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানী সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। সেই ‘পঁচিশে মার্চ’ নিয়ে গান। এরকম একটি গান প্রকাশ করতে পেরে ডিএমএস গর্বিত। ওই রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধের পুরো নয় মাসে প্রাণ উৎসর্গকারী সব শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি ‘পঁচিশে মার্চ’ গানটির মাধ্যমে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা যায়, আজ রবিবার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘পঁচিশে মার্চ’ গানের ভিডিও। সেই সঙ্গে ডিএমএসের ওয়েব সাইট ও জিপি মিউজিকে গানটি শোনা যাবে।
×