ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৩ ক্যারেট সোনায় মোড়া চকলেট

প্রকাশিত: ০৪:১৩, ২৫ মার্চ ২০১৮

২৩ ক্যারেট সোনায় মোড়া চকলেট

পর্তুগালের ওবিডোসে ড্যানিয়েল গোমস বনবন নামে বিশ্বের সব থেকে দামী চকলেট তৈরি করেন। দাম ৭ হাজার ৭২৮ ইউরো। চকলেটটি ২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়া। এতে রয়েছে জাফরান, হোটাইট ট্রাফল, মাদাগ্যাস্কারের ভ্যানিলা ও গোল্ড ফ্লেক। মাত্র এক হাজার চকলেট কালো কাঠের বাক্সে খোদাই করা সোনার সিরিয়াল নম্বর, স্বচ্ছ আবরণ দিয়ে ঢাকা, হাজার হাজার স্বরোভস্কি স্ফটিক ও মুক্তা বসানো চকলেটটি সোনার ফিতা দিয়ে বাঁধান রয়েছে। -ইন্ডিয়ান নিউজ ১৪ কিমি হেঁটে কাজে যান... ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ার বনকর্মী অঙ্কুর মাহাতে প্রতিদিন ১৪ কিমি হেঁটে কাজে যোগ দেন। ঝড়-বৃষ্টি, এমনকী প্রচ- ঠা-াতেও কোন দিন কামাই নেই তার। এভাবেই টানা সাত বছর কর্তব্যে অবিচল রয়েছেন অঙ্কুর। ভোর চারটা থেকে হাঁটতে হাঁটতে সাড়ে পাঁচটা নাগাদ কর্মস্থলে এসে পৌঁছেন তিনি। অবশ্য কাজ থেকে ছুটির পর গাড়িতে বাড়ি ফিরেন। পুরুলিয়া জগার্সপার্কে প্রাতঃভ্রমণে আসা ছোট-বড় সকলেই তাকে কাকা বলে ডাকেন। তাদের কাছে অঙ্কুর আদর্শ। তাকে দেখে উদ্যমী হয়ে ওঠেন তারা। -ওয়েবসাইট
×