ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিয়ংইয়ংয়ে আটক তিন মার্কিনীর মুক্তি যে কোন সময়

প্রকাশিত: ০৪:১৩, ২৫ মার্চ ২০১৮

পিয়ংইয়ংয়ে আটক তিন মার্কিনীর মুক্তি যে কোন সময়

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও সিউলের পরিকল্পিত শীর্ষ বৈঠক অনুষ্ঠানের আগেই অনুকূল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশটি তার হাতে আটক তিন মার্কিন নাগরিককে মুক্তি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও সুইডেনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।- এএফপি উত্তর কোরিয়ায় আটক এই তিন মার্কিন নাগরিকের বিরুদ্ধে আনা পৃথক পৃথক অভিযোগে শুধু ‘শত্রুতা’ জনিত অভিযোগ আনা হয়েছিল। অভিযোগপত্রে সুনির্দিষ্ট কোন অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনায় সম্মত হওয়ার প্রায় দু’সপ্তাহ পর কয়েকটি কূটনৈতিক চ্যানেলে এই তিন মার্কিন বন্দীকে মুক্তির বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। কোরিয়ান বংশোদ্ভূত এই তিন মার্কিন নাগরিক হচ্ছেন, কিম হ্যাক সং, কিম সং ডুক এবং কিম ডং চুল। রবিবার সিউলভিত্তিক এমবিসিটিভি চ্যানেলে বলা হয় যে, উত্তর কোরিয়া এই তিনজনকে মুক্তি দেয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে মতৈক্যে পৌঁছেছে।
×