ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলার হাসপাতালে চিকিৎসা সামগ্রীর অভাব

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০১৮

ভেনিজুয়েলার হাসপাতালে চিকিৎসা সামগ্রীর অভাব

ভেনিজুয়েলার বিরোধী দল প্রভাবিত কংগ্রেস সোমবার বলেছে, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের কারণে হাসপাতালগুলোতে অতি প্রয়োজনীয় ওষুধ ও অস্ত্রোপচার সামগ্রীর অভাব দেখা দিয়েছে। এএফপি দেশব্যাপী এক জরিপে দেখা যায় যে, ফার্মেসির তাকগুলো থেকে ৮৮ শতাংশ ওষুধ উধাও হয়ে গেছে এবং অত্যন্ত প্রয়োজনীয় ৭৯ শতাংশ চিকিৎসা যন্ত্রপাতির অভাব রয়েছে। পার্লামেন্ট সদস্য ও চিকিৎসক জোস অলিভারস কারাকাসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভেনিজুয়েলায় হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য যারা যায় তাদের প্রতিটি জিনিসই নিজেদের কিনতে হয়। তিনি বলেন, ক্যাথেটার ও প্রোবের সঙ্কট রয়েছে ৮৪ শতাংশ। অথচ এগুলো যে কোন হাসপাতালে প্রয়োজনীয় উপাদান। এখানে ৫টি হাসপাতালের মধ্যে ৪টিতে পানির সমস্যা রয়েছে। ৫৩ শতাংশ অপারেশন থিয়েটার ও ৯৪ শতাংশ এক্সরে মেশিন অকেজো হয়ে রয়েছে। অলিভারস সাংবাদিকদের বলেন, হাসপাতালগুলোতে ৯৬ শতাংশ কিচেন থেকে খাদ্য সরবরাহ হয়না। রিপোর্টে বলা হয়, ২২ শতাংশ জরুরী কক্ষে কোন চিকিৎসা ব্যবস্থা নেই এবং ৭০ শতাংশ জরুরী বিভাগে বিভিন্ন ব্যর্থতা রয়েছে এবং মাঝে মধ্যে কাজ হয়।
×