ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও পাঁচ কাতালান নেতা আটক, বার্সিলোনায় সংঘর্ষ

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০১৮

আরও পাঁচ কাতালান নেতা আটক, বার্সিলোনায় সংঘর্ষ

স্পেনের সুপ্রীমকোর্ট কাতালোনিয়ার আরও পাঁচ স্বাধীনতাপন্থী নেতাকে আটকের নির্দেশ দেয়ার পর বার্সিলোনায় বিক্ষুব্ধ সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। শুক্রবার মাদ্রিদের আদালত যে পাঁচ নেতার জামিন বাতিল করে আটকের নির্দেশ দিয়েছে, তাদের মধ্যে কাতালান প্রেসিডেন্ট পদের দৌঁড়ে এগিয়ে থাকা এক প্রার্থীও আছেন। খবর বিবিসির। সুপ্রীমকোর্টের দেয়া আদেশ ও নেতাদের গ্রেফতারের ফলে শনিবার আঞ্চলিক পার্লামেন্টে প্রেসিডেন্ট মনোনয়নের দ্বিতীয় দফা ভোটের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভোটে উতরে গেলে কাতালান সরকারের সাবেক মুখপাত্র জর্ডি তুরুল আঞ্চলিক প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারতেন; আদালতের আদেশে গ্রেফতার হওয়ায় সে সম্ভাবনা ভেস্তে গেল। শুক্রবার মাদ্রিদের সুপ্রীমকোর্ট তুরুলসহ পাঁচ স্বাধীনতাপন্থী নেতাকে আটকের আদেশ দেয়। বাকিরা হলেন- কাতালোনিয়ার সাবেক উন্নয়নমন্ত্রী জোসেফ রাল, আঞ্চলিক পার্লামেন্টের সাবেক স্পীকার কারমে ফোরকাদেল, কাতালোনিয়ার সাবেক পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা ও সাবেক শ্রমমন্ত্রী ডলরস বাসা। আরও ৮ নেতার সঙ্গে এ পাঁচজনের বিরুদ্ধে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ও স্বায়ত্তশাসিত কাতালোনিয়াকে স্বাধীনতার পথে ঠেলে দেয়ার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে গত বছরের শেষদিক থেকে জামিনে ছিলেন এ পাঁচজন। শুক্রবার সুপ্রীমকোর্ট জানায়, বিচার এড়াতে অন্যদের মতো এরাও পালিয়ে যেতে পারেন শঙ্কায় তাদের জেলেই রাখা উচিত। বিচারক পাবলো লারেনা একই সঙ্গে স্বাধীনতাপন্থী এসকুয়েরা রিপাবলিকান পার্টির প্রধান মার্তা রভিরাকে গ্রেফতারেও পরোয়ানা জারি করেন।
×