ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়া সম্পর্কে আগের অবস্থানেই রয়েছে ন্যাটো জোট ॥ জেনস স্টোলটেনবার্গস

প্রকাশিত: ০৪:১২, ২৫ মার্চ ২০১৮

রাশিয়া সম্পর্কে আগের অবস্থানেই রয়েছে ন্যাটো জোট ॥ জেনস স্টোলটেনবার্গস

রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো জোটের অবস্থান এখনও দৃঢ়, আত্মরক্ষামূলক ও আনুপাতিক আছে বলে মন্তব্য করেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গস। ব্রাসেলসে জোটের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ন্যাটোপ্রধান বলেন, গঠনের পর এই প্রথম জোটভুক্ত দেশ ব্রিটেনে নার্ভ এজেন্টের এক আক্রমণাত্মক প্রয়োগের ঘটনায় রাশিয়া জড়িত বলে অভিযোগ উঠেছে। তিনি বলেন, জোটের সব সদস্য রাষ্ট্র এ বিষয়ে একমত যে হামলার ঘটনাটি আন্তর্জাতিক নিয়ম এবং চুক্তির একটি ¯পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে জোট এ বিষয়ে রাশিয়াকে ব্রিটেনের তোলা সকল প্রশ্নের উত্তর দেয়ার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, আক্রমণের ধরন যা বহু বছর ধরে করে আসা রাশিয়ার আচরণের সঙ্গে মিলে যায়। এ আচরণে আরও আছে, ক্রিমিয়ার অবৈধ দখল, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা, মালদোভা ও জর্জিয়ার ইচ্ছার বিরুদ্ধে সেসব দেশে রুশ সামরিক উপস্থিতি। -ডিফেন্স নিউজ সৌদির আকাশ হয়ে বিমান গেল ইসরাইল ইসরাইলগামী বিমানের জন্য এই প্রথম খুলল সৌদি আরবের আকাশ সীমা। যে সুযোগ নিয়ে তেল আবিব গেল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটির উড়োজাহাজটি বুধবার সৌদির আকাশ সীমা ব্যবহার করে ইসরাইল পৌঁছে। খবর ইনডিপেনডেন্টের। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি নামার পর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়। ইসরাইলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। দুই বছরের চেষ্টার ফলে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহারের সুযোগ মিলল। এর মধ্য দিয়ে ইসরাইলগামী বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশ সীমা ব্যবহারের ৭০ বছরের নিষেধাজ্ঞা সৌদি আরব কার্যত তুলে নিল বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। অনেক মুসলিম দেশের মতো সৌদি আরবও মধ্যপ্রাচ্যের ইহুদী রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।
×