ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় লালুর ১৪ বছরের জেল

প্রকাশিত: ০৪:১১, ২৫ মার্চ ২০১৮

পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় লালুর ১৪ বছরের জেল

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলাতেও ১৪ বছরের কারাদ- ও ৬০ লাখ রুপী জরিমানা করা হয়েছে। শনিবার রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত এই কারাদ- দেয়। সোমবার লালু প্রসাদকে এই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত। খবর ইন্ডিয়া টুডের। পশুখাদ্য কেলেঙ্কারি মোট ৬টি মামলা দায়ের হয়েছে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। এই চতুর্থ মামলায় লালুর দ- হলেও এ মামলার অন্যতম আসামি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দুমকা ট্রেজারি থেকে পশুখাদ্য ক্রয়ের নামে তিন কোটি ১৩ লাখ রুপী আত্মসাতের অভিযোগ করা হয়। ১৯৯৫-৯৬ সালে এই অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে লালু প্রসাদসহ ৩০ জন কর্মকর্তার বিরুদ্ধে। সর্বমোট ৮৯ কোটি রুপীর এই পশুখাদ্য কেনার দুর্নীতি নিয়ে বিহারের সিবিআই আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর আগে ২০১৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার জন্য ভুয়া ভাউচার দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিবিআইর দায়েরকৃত মামলায় লালু প্রসাদকে পাঁচ বছরের কারাদ- ও ২৫ লাখ রুপী জরিমানা করা হয়। ওই মামলার পর লালু প্রসাদ তার পার্লামেন্ট সদস্য পদ হারান এবং তাকে ছয় বছরের জন্য নির্বাচনে দাঁড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়। পরে লালু প্রসাদ সুপ্রীমকোর্ট থেকে জামিনে মুক্তি পান। গত বছরের ২৩ ডিসেম্বর প্রথম রায় ঘোষিত হয় দেওঘর ট্রেজারি থেকে পশুখাদ্য কেনার দুর্নীতি মামলায়। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী থাকার সময় ভুয়া ভাউচার দাখিল করে দেওঘর ট্রেজারি থেকে ৮৯ লাখ ২৭ হাজার রুপী আত্মসাত করেন। এই মামলায় অবশ্য গত ২৩ ডিসেম্বর বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ সাতজনকে বেকসুর খালাস দেয় সিবিআইয়ের ওই বিশেষ আদালত। দোষী সাব্যস্ত করা হয় লালু প্রসাদ যাদবসহ ১৬ জনকে। রায় ঘোষণার পর পুলিশ ওই দিনই লালু প্রসাদকে নিয়ে যায় বিরসামু-া কেন্দ্রীয় কারাগারে। এরপর গত ৬ জানুয়ারি দেয়া হয় দ্বিতীয় দেওঘর ট্রেজারির পশু কেলেঙ্কারি মামলার অর্থ আত্মসাতের রায়। তাতে লালু প্রসাদকে সাড়ে তিন বছরের কারাদ- ও ১০ লাখ রুপী জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ- দেয়া হয়। এদিকে গত ৬ জানুয়ারি পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালত লালু প্রসাদকে আরও পাঁচ বছরের কারাদ- ও ১০ লাখ রুপী জরিমানা করে। এই মামলায় পাঁচ বছরের কারাদ- ও পাঁচ লাখ রুপী জরিমানা করেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকেও। বাকি দুটি মামলার বিচার চলছে পাটনা ও রাঁচির বিশেষ সিবিআই আদালতে।
×