ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবাকে খুনের চেষ্টার অভিযোগে ছেলে আটক

প্রকাশিত: ২৩:০৩, ২৪ মার্চ ২০১৮

বাবাকে খুনের চেষ্টার অভিযোগে ছেলে আটক

অনলাইন ডেস্ক ॥ বাবাকে খুনের চেষ্টা হয়েছিল বলে পুলিশে অভিযোগ জানিয়েছিল বড় ছেলে। শেষমেশ তাকেই গ্রেফতার করল পুলিশ! ব্যারাকপুর সদরবাজারের বাসিন্দা গোপাল সাউকে খুনের চেষ্টার অভিযোগে তাঁর বড় ছেলে বিকাশ এবং বিকাশের দুই বন্ধু অমিত সিংহ (বান্টি) এবং অঙ্কিত সাউকে বৃহস্পতিবার রাতে ধরা হয়। তদন্তকারীদের দাবি, জেরায় বিকাশ জানিয়েছে, বারবার ব্যবসায় লোকসান হচ্ছিল তার। নতুন ব্যবসার জন্য বাবার কাছে টাকা চেয়েও পাচ্ছিল না। তাই বাবাকে খুন করে সম্পত্তি হাতাতে চেয়েছিল সে। খুনের জন্য সে দুই বন্ধুকে ৬০ হাজার টাকার ‘সুপারি’ দেয়। অগ্রিম হিসেবে দেয় ২০ হাজার টাকা। গত রবিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে গুলিতে জখম হন দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বাসচালক গোপাল। দুই মোটরবাইক আরোহী খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায়। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরে পুলিশে অভিযোগ জানায়নি গোপালের পরিবার। কলকাতার হাসপাতালে ছোটে পুলিশ। পুলিশের দাবি, হাসপাতালে বিকাশ বলে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। আর অভিযোগ করে কী হবে? শেষ পর্যন্ত সে অবশ্য লিখিত অভিযোগ জানায়। ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (জোন-১) কে কান্নন বলেন, ‘‘অনেকগুলি সম্ভাবনা নিয়ে আমরা ভাবছিলাম। কিন্তু কোনও দিক থেকেই সূত্র মিলছিল না। তখনই বিকাশের অভিযোগ করতে না-চাওয়ার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়।’’ তার পরেই বান্টিকে ডেকে জেরা শুরু করে পুলিশ। সে গুলি চালানোর কথা স্বীকার করে। এর পরে বিকাশ ও অঙ্কিতকে ধরা ছিল শুধু সময়ের অপেক্ষা। বছর উনিশের অঙ্কিত নিজেকে দ্বাদশ শ্রেণির ছাত্র বলে পুলিশের কাছে দাবি করেছে। তদন্তকারীরা জানান, ব্যারাকপুর চিড়িয়ামোড়ের কাছে একটি বাড়িতে পাঁচ দিন ধরে খুনের পরিকল্পনা করেছিল বিকাশরা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ সিংহ বলেন, ‘‘বাবা খুন হলে সম্পত্তির অর্ধেক সে পাবে। এই ছিল বিকাশের আশা।’’ শুক্রবার ভোরে তিন জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। তবে, রাত পর্যন্ত ছেলেকে গ্রেফতারের কথা জানানো হয়নি বাবাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×