ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে চাঁদা না দেয়া ব্যাংক কর্মকর্তাকে হাতুড়িপেটা

প্রকাশিত: ২২:৫৮, ২৪ মার্চ ২০১৮

বরিশালে চাঁদা না দেয়া ব্যাংক কর্মকর্তাকে হাতুড়িপেটা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় অগ্রণী ব্যাংক লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার এবং অগ্রণী ব্যাংক লিমিটেড অফিসার সমিতির বরিশাল অঞ্চলের সাধারণ সম্পাদক দেবাশীষ কুন্ডুকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করা হয়েছে। গুরুত্বর আহত দেবাশীষ কুন্ডুকে পুলিশের সহায়তায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী চায়না ফিরোজ ও তার সহযোগী নাসির উদ্দিনের নাম উল্লেখ করে আরও ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামি করে শুক্রবার রাতে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নগরীর রুপাতলী এলাকার মুক্তিযোদ্ধা সোহরাফ খান হাউজিংয়ে। আহত সূত্রে জানা গেছে, ওই হাউজিংয়ে দেবাশীষ কুন্ডুসহ শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী জামাল হোসেন গাজী, অগ্রণী ব্যাংকের এসও আব্দুল মান্নান ও মোস্তাফিজুর রহমান, ম্যানেজার খায়রুল ইসলাম, জনতা ব্যাংকের ম্যানেজার স্বপন ঘরামী ও গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আবুল বাসার সোহরাফ খানের কাছ থেকে জমি ক্রয় করেন। ক্রয়কৃত ওই জমিতে ঘর তোলার উদ্যোগ নিলে চাঁদাবাজ চায়না ফিরোজ ও তার সহযোগীরা ওই আটজনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে শুক্রবার সকালে আটজন কর্মকর্তা মিলে টিনের ঘর উত্তোলন করেন। এতে ক্ষিপ্ত হয় চায়না ফিরোজ ও তার সহযোগীরা। সকাল সাড়ে দশটার দিকে দেবাশীষ কুন্ডু রুপাতলী থেকে ওই হাউজিংয়ে প্রবেশের সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চায়না ফিরোজ ও তার সহযোগীরা দেবাশীষের মোটরসাইকেল ব্যারিকেট দিয়ে আটকিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। কোতোয়ালী মডেল থানার এসআই মশিউর রহমান জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত দেবাশীষকে উদ্ধার করে শেবাচিমে ভর্তি করেছেন।
×