ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিকিৎসাধীন কবির হোসেন লাইফসাপোর্টে

প্রকাশিত: ০৭:১৭, ২৪ মার্চ ২০১৮

চিকিৎসাধীন কবির হোসেন লাইফসাপোর্টে

স্টাফ রিপোর্টার ॥ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ালাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত কবির হোসেনের শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ। তিনি বলেন, কবিরের অবস্থার অবনতি হওয়ায় আমি নিজে সেখানে গেছি। মেডিক্যাল বোর্ডের সঙ্গে কথা বলেই তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে। এছাড়া শাহীন বেপারীর আপাতত লাইফ সাপোর্টের প্রয়োজন নেই। শনিবার (আজ) সকালে মেডিক্যাল বোর্ডের মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। নেপাল ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য অর্থপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ শামসুজ্জামান সকালে জানিয়েছিলেন, আহত কবির হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরনো ভবনের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন। তার শরীরের জখম থাকা বিভিন্ন স্থানে পচন ধরেছে। ছোটখাটো সার্জারি করা হলেও বড় ধরনের সার্জারি করার মতো অবস্থা তার নেই। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের সর্বাত্মক চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
×