ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবিনা-কৃষ্ণার ভারতে যাওয়া হবে, তবে...

প্রকাশিত: ০৭:০৭, ২৪ মার্চ ২০১৮

সাবিনা-কৃষ্ণার ভারতে যাওয়া হবে, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ ভিসা বিড়ম্বনায় মুখে হাসি নেই সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকারের। ইন্ডিয়ান্স উইমেন্স লীগে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই দুজনের। কিন্তু ভারতীয় দূতাবাস থেকে ভিসা না মেলায় থমকে গেছে দুই তারকা ফুটবলারের সেখানে গিয়ে খেলা। তবে সব সম্ভাবনা শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে তাদের ভারতে যাওয়ার। সেজন্য আগে দেশটির দূতাবাসের ছাড়পত্র পেতে হবে সাবিনা-কৃষ্ণাকে। কয়েকদফা চেষ্টাতেও যা মেলেনি। বাফুফে অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১৫ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল সাবিনা-কৃষ্ণার। তামিলনাড়ু সেথু এফসির হয়ে খেলার কথা ছিল দুজনের। ২৬ মার্চ তাদের দলের প্রথম ম্যাচ। এখন ভিসা বিড়ম্বনায় আটকে থাকল লাল-সবুজের দুই তারকার ভারত সফর।
×