ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউরোপ ছেড়ে মার্কিন মুলুুকে ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৭:০৩, ২৪ মার্চ ২০১৮

ইউরোপ ছেড়ে মার্কিন মুলুুকে ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ মিশন শেষে এবার যুক্তরাষ্ট্র মাতানোর প্রস্তুতি নিচ্ছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। মেজর সকাল লীগের (এমএলএস) ক্লাব লস এ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে চুক্তি করেছেন তিনি। তার মানে ডেভিড বেকহ্যাম, কাকাদের মতো ইব্রাহিমোভিচও ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন। জানা গেছে, লস এ্যাঞ্জেলস টাইমসে পূর্ণ পাতা বিজ্ঞাপন ছাপিয়ে ইব্রাহিমোভিচের ক্যালিফোর্নিয়ায় যোগ দেয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এমএলএসের ক্লাবটি। এমএলএসের নিয়ম অনুযায়ী একটি ক্লাব কমপক্ষে তিনজন বিখ্যাত খেলোয়াড়কে কোন ধরনের বেতন সীমা ছাড়াই দলভুক্ত করতে পারবে। ২০০৭ সালে ডেভিড বেকহ্যামকে দলভুক্ত করার সময় এই আইনটি চালু করা হয়েছিল। তবে যেহেতু গ্যালাক্সি তাদের ২০১৮ মৌসুমের জন্য তিন খেলোয়াড়ের কোটা ইতোমধ্যে পূরণ করে ফেলেছে, তাই ইব্রার বেতন ১.৫ মিলিয়ন ইউরোর মধ্যেই সীমিত রাখা হবে বলে জানা গেছে। মালমো এফসি থেকে শুরু। সেখান থেকে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান ঘুরে বার্সিলোনা। কাতালানদের দলবদলের রেকর্ড গড়েও ছিলেন মাত্র এক মৌসুমে। সেখান থেকে এসি মিলান হয়ে প্যারিস সেইন্ট জার্মেইনে। পিএসজিতে এসে নিজেকে রাজা ঘোষণা করে গেছেন। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন রাজা নয় একেবারে ‘গড’ হতে। কিন্তু চোট তা হতে দেয়নি। এবার তাই ইউরোপকে বিদায় জানাতে চলেছেন ইব্রাহিমোভিচ। ক্যারিয়ারের কোন সময় গোল করা নিয়ে ভাবতে হয়নি তাকে। তাই কখনও নিজের ছায়া হয়ে থাকার স্বাদ পেতে হয়নি। ক্যারিয়ারে শুধু ম্যানইউ’র জার্সিতেই লীগ জিততে পারেননি। ইব্রা সেই বিশেষ দলের সদস্য, যারা ইতালির তিন বড় দলের হয়েই মাঠে নেমেছেন। কেউই সমানভাবে তিন দলে নিজেকে প্রমাণ করতে পারেননি। শুধু ইব্রাহিমোভিচই পেরেছেন। ইতালির ডিফেন্সিভ ফুটবলে যেমন গোল পেয়েছেন, তেমনই গোল পেয়েছেন স্পেনে। আবার ফরাসী লীগে পিএসজিকে একচ্ছত্র অধিপতি বানিয়েছেন। বিশ্বের দুটি লীগে তার শত গোল রয়েছে। আছে ৬টি ভিন্ন লীগে অন্তত ১৫ গোল করার রেকর্ড। ইউরোপের প্রায় প্রতিটি পর্যায়ে নিজেকে প্রমাণ করা ইব্রাহিমোভিচকে যখন ইংলিশ লীগে প্রমাণ করতে বলা হলো, তখন এসেই এক মৌসুমে ২৮ ম্যাচে ১৭ গোল। শেষ পর্যন্ত অবশ্য ইনজুরির কারণে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে পাড়ি জমাচ্ছেন ‘বুড়োদের’ এমএলএসে।
×