ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগামী ১৫ জুলাই ২০১৮ বিশ্বকাপের ফাইনাল। ফুটবল পাগল ব্রাজিলের মানুষ স্বপ্ন দেখছে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন নেইমার-মার্সেলোরা

‘নেইমার বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন’

প্রকাশিত: ০৭:০২, ২৪ মার্চ ২০১৮

‘নেইমার বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন’

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন বিশ্বকাপ ফুটবলেও টপ ফেবারিট হিসেবে খেলবে ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান ভরসা তারকা ফুটবলার নেইমার। কিন্তু আপাতত ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন পিএসজি সুপারস্টার। যে কারণে শুক্রবার রাতে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি। তবে নেইমার না খেললেও আলোচনায় আছেন তিনিই সবচেয়ে বেশি। ব্রাজিল কোচ টিটে তাকে বর্তমান বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন হিসেবে অভিহিত করেছেন। ২৬ বছর বয়সী নেইমারের পায়ের অস্ত্রোপচারের পর এখন সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছেন। রাশিয়া ও জার্মানির বিপক্ষে দুই প্রীতি ম্যাচে অংশ নিতে না পারলেও আসন্ন বিশ্বকাপে নেইমারকে জাতীয় দলে পাবেন বলে আশা করছেন টিটে। প্রীতি ম্যাচে নেইমারের অনুপস্থিতিতে জুভেন্টাস তারকা ডগলাস কোস্টাকে দলভুক্ত করা হলেও নেইমার ছাড়া কোন উপায় নেই বলে মন্তব্য করেন ব্রাজিলীয় কোচ। এ প্রসঙ্গে টিটে বলেন, নেইমার অপরিবর্তনীয়। ডগলাস কোস্টা তার বিকল্প হতে পারেন না। কোস্টা তার মতো করেই দলে খেলবেন। তবে ক্লাব পর্যায়ে যেমনটি খেলে থাকেন তেমন খেলাই তিনি দেখতে চান জাতীয় দলভুক্ত রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো ও বার্সিলোনা এ্যাটাকার ফিলিপ কুটিনহোর কাছ থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, কাসেমিরোর কাছে রিয়াল মাদ্রিদের খেলাটাই আশা করছি। কুটিনহোর বিষয়েও আমার একই প্রত্যাশা। স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে ব্রাজিল খেলেছে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। আগামী ১৫ জুলাই এই মাঠেই ২০১৮ বিশ্বকাপের ফাইনাল হবে। ফুটবল পাগল ব্রাজিলের মানুষ স্বপ্ন দেখছে, মস্কোর এই মাঠে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন নেইমার-মার্সেলোরা। রাশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোও জানিয়েছেন সেই স্বপ্নের কথা। রিয়াল মাদ্রিদ তারকা বলেন, যে মাঠে বিশ্বকাপের ফাইনাল হবে আমরা সেখানেই খেলব। এই ম্যাচ দিয়ে আমরা এখানে আশার বীজ বুনে যেতে চাই। গ্রীষ্মে এখানে ফিরে আসব আর শিরোপা জিততে চেষ্টা করব। ব্রাজিলের শিরোপা-স্বপ্নের আবর্তন নেইমারকে ঘিরে। কোচ টিটে তার প্রিয় শিষ্যকে নিয়ে বলেছেন, নেইমার ভিন্ন এক খেলোয়াড়। বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন সে। কিন্তু শক্তিশালী কোন দলের নির্দিষ্ট কারও ওপরে নির্ভর করা উচিত নয়। চার বছর আগের এক ম্যাচে ঠিক এভাবেই নেইমারের অভাব বোধ করেছিল ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি নেইমার। সেই ম্যাচে তার অভাব কাটিয়ে উঠতে পারেনি লুই ফিলিপ সোলারির দল। ৭-১ গোলে হেরে হয়েছিল ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ। ওই ম্যাচের পর আর মুখোমুখি হয়নি ব্রাজিল-জার্মানি। আগামী মঙ্গলবার বার্লিনে প্রীতি ম্যাচ খেলবে টিটের ব্রাজিল আর জোয়াকিম লোর জার্মানি। এদিকে বার্সিলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন তার দলে নেইমারের ফেরার কোন সম্ভাবনা নেই। এমনকি নেইমার যদি রিয়াল মাদ্রিদে যোগ দেন তারপরও বার্সিলোনাই সেরা বলে মন্তব্য করেছেন স্প্যানিশ মিডফিল্ডার। সাক্ষাতকারে ইনিয়েস্তা বলেন, সত্যিকার অর্থে আমি মনে করি না নেইমার ভবিষ্যতে এখানে ফিরবেন। আপনি যখন কোন স্থান ছেড়ে যাবেন, পরে সেখানে ফিরে আসাটা কঠিন হয়ে পড়ে। এই কারণেই বলছি, অন্য কোন ক্লাবে না গিয়ে তার এখানে প্রত্যাবর্তন করাটা হবে আমার কাছে চরম বিস্ময়। এখন দেখা যাক কি ঘটে। রিয়াল যদি তাকে দলে ভেড়ায় তাহলে তারা বিশ্বসেরা দলের একটিতে পরিণত হবে। তবে আমাদের বর্তমানে যে স্কোয়াডটি রয়েছে সেটি তাদের চেয়ে সেরাই থাকবে।
×