ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অপেক্ষায় এ্যাথলেটরা

প্রকাশিত: ০৭:০১, ২৪ মার্চ ২০১৮

অপেক্ষায় এ্যাথলেটরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভিসা শুরু হলো বাংলাদেশ দলের কমনওয়েলথ মিশন। আনুষ্ঠানিকভাবে যাত্রার আগে বৃহস্পতিবার হলো অংশগ্রহণকারী ২৭ এ্যাথলেটের ফটোসেশন। তবে ৬টি ইভেন্টে অংশ নিলেও পদক জয়ের আশা শুধু শূটিং ও কুস্তিতে। তবুও এই টুর্নামেন্টের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন এশিয়ান ও এসএ গেমসে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশী এ্যাথলেটরা। মিশন টু গোলকোস্ট। প্রস্তুত কুইন্সল্যান্ড, প্রস্তুত বাংলাদেশী এ্যাথলেটরা। কমনওয়েলথ গেমসের ২১তম আসরে অংশ নিতে প্রস্তুতিপর্ব সেরে ফেলেছেন বাদশা-আশারা। এবার অপেক্ষাটা ট্র্যাক এ্যান্ড ফিল্ডে ঝড় তোলার। আসরে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় বহর শূটিংয়ের। ১৩ খেলোয়াড় ছাড়াও যে দলে আছেন ৫ কর্মকর্তা। আতিকুর রহমান, আব্দুর সত্তার কিংবা আসিফের উত্তরসূরিরা এবারও ধরে রাখতে চান পূর্বসূরিদের সাফল্যের ঝা-া। গত গ্লাসগো কমনওয়েলথে রৌপ্যপদক জিতলেও এবার স্বর্ণের আক্ষেপ ঘোচাতে যে দলের নেতৃত্বে আছেন আব্দুল্লাহ্ হেল বাকী। অবশ্য দেশসেরা স্প্রিন্টার মেজবাহ-শিরিনের লক্ষ্যটা এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের অভিজ্ঞতার ঝুলিটাকে আরও সমৃদ্ধ করার। আসন্ন এশিয়ার গেমস আর এসএ গেমসে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পদক জিততে চান তারা। তবে সম্ভাবনার গল্প শুনিয়েছে ভারোত্তোলন, কুস্তি ও বক্সিং কিংবা সাঁতার ইভেন্টে অংশ নেয়া এ্যাথলেটরা। জানালেন শুধু অংশগ্রহণ নয়, আসরকে স্মরণীয় করে রাখতে চান তারা। এবারের কমনওয়েলথ গেমস উপলক্ষে আজ শনিবার শূটিং দলের অস্ট্রেলিয়া যাত্রার মধ্য দিয়ে কমনওয়েলথ মিশন শুরু করবে বাংলাদেশ দল।
×