ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথমদিনে মুখোমুখি আবাহনী-গাজী গ্রুপ, খেলাঘর-দোলেশ্বর ও শেখ জামাল-রূপগঞ্জ

আজ শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ মার্চ ২০১৮

আজ শুরু প্রিমিয়ার ক্রিকেটের সুপার লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) আজ থেকে শুরু হচ্ছে সুপার লীগ। এই সুপার লীগ শেষেই নির্ধারিত হবে চলতি আসরের শিরোপা। রবিন লীগপর্বের খেলা শেষে এবার শিরোপার অন্যতম দাবিদার আবাহনী লিমিটেড শীর্ষে থেকেই উঠে এসেছে সুপার লীগে। ১১ ম্যাচে ৩ হারে তাদের পয়েন্ট ১৬। লিজেন্ডস অব রূপগঞ্জ ও খেলাঘর সমাজকল্যাণ সংস্থা ১৪ পয়েন্ট করে সংগ্রহ করে আছে পরের দুটি অবস্থানে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৩, শেখ জামাল ধানম-ি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। আজ প্রথমদিনে আবাহনী ও গাজী গ্রুপ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ফতুল্লায় খেলাঘর-দোলেশ্বর এবং বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-শেখ জামাল মুখোমুখি হবে। ম্যাচগুলো সকাল ৯টায় মাঠে গড়াবে। আপাতত জাতীয় দলের খেলা না থাকায় বেশ কয়েকজন তারকা দেখা যাবে সুপার লীগে। তবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার সুপার লীগে উঠতে ব্যর্থ হয়েছে। গত প্রিমিয়ার লীগে আবাহনীর কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছিল গাজী গ্রুপ, আর রানার্সআপ হয়েছিল প্রাইম দোলেশ্বর। এবার অবশ্য তেমন সুবিধা করতে পারেনি দুটি দলই। তবে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আবাহনী দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। টানা ৬ ম্যাচ জিতে এককভাবে শীর্ষস্থান ধরে রাখে তারা। তাদের এমন নৈপুণ্যের পেছনে অন্যতম ভূমিকা ছিল অভিজ্ঞ মাশরাফি বিন মর্তুজার ধারবাহিকভাবে আগুন ঝরানো বোলিং। নাসির হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানরা সম্মিলিতভাবে ব্যাটিং এগিয়ে নিয়েছেন। তবে প্রথম ধাক্কাটা তারা খেয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে মাত্র ৯ রানে হেরে। বাকি ৪ ম্যাচে আরও দুটিতে পরাজয় দেখে তারা। তবে এরপরও আবাহনীকে কেউ ছুঁতে পারেনি। এর পেছনে মূল ভূমিকা ছিল মাশরাফির। তিনি ১১ ম্যাচে ৩০ উইকেট শিকার করেছেন। এর মধ্যে আছে একটি হ্যাটট্রিকও। ৪ ম্যাচে ৪ উইকেটের বেশি (দুইবার ৫ উইকেট) শিকার করেছেন তিনি। আর সে কারণেই আবাহনীও দারুণ নৈপুণ্য দেখিয়েছে লীগপর্বে। দলের পক্ষে ব্যাটিংয়ে ধারাবাহিকভাবেই ভাল করেছেন বিজয়। তিনি ১১ ম্যাচে ৪৯০ রান করে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে। শান্ত করেছেন ৪৫৮ রান। অনুর্ধ-১৯ দলের অধিনায়ক সাইফ করেছেন ৪৩৫ রান। মূলত এই চার ক্রিকেটারের ধারাবাহিকতাই আবাহনীকে আবার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখাচ্ছে। দলের পেসার তাসকিন আহমেদও বেশ আশাবাদী, ‘এখন সুপার লীগে সবার পাঁচটা করে ম্যাচ, যদিও আমরা শীর্ষেই আছি। তবুও আমরা যদি পাঁচটার মধ্যে অন্তত চারটা জেতাই লাগবে। আমার বিশ্বাস আমরা পারব ইনশাআল্লাহ। শুধু নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের যে সামর্থ্য আছে এই দলের খেলোয়াড়দের, নিজেদের শতভাগের জায়গায় যদি ৮০ ভাগও বাস্তবায়ন করতে পারি আমার বিশ্বাস আমরা চ্যাম্পিয়ন হব।’ এবার যদি মোহামেডানের সুপার লীগ থেকে ছিটকে যাওয়া বিস্ময়ের হয়, তবে আশ্চর্যের বিষয় হচ্ছে খেলাঘরের সুপার লীগে ওঠা। কোন রকমে তারা উঠেছে সুপার লীগে বিষয়টি এমনও নয়। ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেই উঠেছে সুপার লীগে। মাত্র ৪টি ম্যাচ হেরেছে তারা। এর পেছনে ভারতীয় ক্রিকেটার রাজস্থানের অশোক মেনারিয়ার দুর্দান্ত ব্যাটিংই বড় ভূমিকা রেখেছে। মেনারিয়া ১১ ম্যাচে ৮১.৪২ গড়ে ৫৭০ রান করে সবার ওপরে। একটি সেঞ্চুরির পাশাপাশি ৬টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। দলের আর কেউ ধারাবাহিকতা দেখাতে পারেননি। আর কোন বড় তারকাও নেই দলটিতে। কিন্তু সম্মিলিত নৈপুণ্যে এতদূর এসেছে তারা। আজ প্রথমদিনেই তাদের লড়তে হবে গত আসরের রানার্সআপ দোলেশ্বরের বিপক্ষে। জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই চার নম্বরে থেকে সুপার লীগে উঠে এসেছে দলটি। কিন্তু এবার সুপার লীগে খেলবেন লিটন। এতে করে ব্যাটিং শক্তি কিছুটা বাড়বে তাদের। তবে মোহামেডান বাদ পড়াতে মাশরাফির প্রতিদ্বন্দ্বী কমে গেছে। মোহামেডানের হয়ে এবার অনুর্ধ-১৯ দলের পেসার কাজী অনিকের বোলিং তা-বও সুপার লীগে তুলতে পারেনি দলটিকে। তিনি ২৮ উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত মাত্র ১৯.১০ গড়ে। এবার যে কোন সময় খেলোয়াড় অদল-বদলের একটা সুযোগ থাকলেও সেই নীতিমালা অনুসারেও অনিকের খেলা হবে না সুপার লীগ। তবে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তরুণ স্পিনার আসিফ হাসান। একটি হ্যাটট্রিকসহ তিনি ২৩ উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত। আর দলটির ওপেনার আব্দুল মজিদ আছেন দুর্দান্ত ফর্মে। ৫৩.৬০ গড়ে ৫৩৬ রান করেছেন এ তরুণ, আছেন তালিকার দুই নম্বরে। আর অধিনায়ক নাঈম ইসলামও করেছেন ৫২৯ রান। তিনি আছেন তিনে। আর পেসার মোহাম্মদ শহীদও তুলে নিয়েছেন ২১ উইকেট। রূপগঞ্জের মূল ভরসা এ কয়েকজনই। আর জাতীয় দলের মুশফিকুর রহীম যোগ হয়েছেন। তিনি খেলবেন, ফলে দলের ব্যাটিং শক্তি আরও বাড়বে নিঃসন্দেহে। আজ তাদের প্রথম পরীক্ষা শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে।
×