ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বসিলা খাল ভরাট করছে আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন

প্রকাশিত: ০৬:১৫, ২৪ মার্চ ২০১৮

বসিলা খাল ভরাট করছে আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন

স্টাফ রিপোর্টার ॥ দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে রাজধানীর ছোটবড় ৫০টি খাল। এসব খাল দখলে জড়িত রয়েছে নামে বেনামে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, খাল উদ্ধারে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খাল উদ্ধার করা সিটি কর্পোরেশনের দায়িত্ব, প্রয়োজনে সরকার সহযোগিতা করবে। পুরো ঢাকার প্রায় অর্ধেক পানি নিষ্কাশন ব্যবস্থা সঞ্চালন হতো মোহাম্মদপুরের বসিলার খাল দিয়ে। এক সময় বুড়িগঙ্গা থেকে তুরাগ তীরে সহজে পৌঁছার মাধ্যমও ছিল এই খালটি। কিন্তু বর্তমানে এর দুপাশ জুড়ে রয়েছে অবৈধ দখল, যুক্ত হয়েছে দূষণ। দখল আর দূষণের পরে এবার ভরাট করার পালা। সরকারের কোন ধরনের অনুমতি ছাড়াই খালটিকে ভরাট করছে আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন। আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি নসু মিয়া বলেন, ‘আমরা গেলো তিন চার মাস ধরে এখানে মাটি ভরাট করে ট্রাক রাখার ব্যবস্থা করছি। ট্রাক রাখার অনুমতি এখনও দেয়নি। তবে বলেছে আপনারা আগে জায়গা ভরাট করেন তারপর দেয়া যাবে।’ বসিলার খালটি ভরাট করায় স্থায়ী দুর্ভোগের শঙ্কা এলাকাবাসীর। এলাকাবাসী বলেন, ‘যদি খালই আটকে যায় তাহলে তো ঢাকা শহর তলিয়ে যাবে। তখন কেউ কূল কিনারা পাবে না। এজন্য এসব ট্রাক রাখার জন্য একটা ভাল ব্যবস্থা করে এই খাল পুনরায় খনন করা উচিত।’ জলাশয় আইন থাকলেও বাস্তবায়ন নিয়ে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে না বলে মন্তব্য পরিবেশবাদীদের। বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারী বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বাস ট্রাক মালিক সমিতি পর্যন্ত ভরছে। বেশির ভাগ ক্ষেত্রেই এগুলোর অনুমোদন নেই। সরকারী বাহিনীরা তাদের ক্ষমতা ব্যবহার করে এগুলো করছে।’ এ সময় তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে প্রশ্ন করে বলেন, ‘সরকার কি আজ পর্যন্ত কোন জলাশয় আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে?’ খাল দখলের বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার করা জরুরী, তবে সেক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যদি কোন খাল কেউ ভরাট করে দখল করার চেষ্টা করে। এমন অভিযোগ সরকার যদি পায়, তাহলে সরকার অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং একপর্যায়ে গিয়ে এগুলো উদ্ধার হবেই হবে।’
×