ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের জন্য আইলাইফের বিশেষ প্রযুক্তি পণ্য

প্রকাশিত: ০৫:৩৬, ২৪ মার্চ ২০১৮

 শিক্ষার্থীদের জন্য আইলাইফের  বিশেষ প্রযুক্তি পণ্য

আইটি ডট কম ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তির এই যুগে পড়ালেখা, চাকরিখোঁজা, অফিসের কাজে কমবেশি সবাইকে ইন্টারনেটে থাকতে হয়। ইন্টারনেটে কাজ করার জন্যও পিসি বা ল্যাপটপের বিকল্প নেই। কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘সুরভী এন্টারপ্রাইস’ মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘আই লাইফের’ ল্যাপটপ, পিসিগুলো বাংলাদেশে বাজারজাত করে আসছে। বিশ্বমাতানো আই লাইফের পিসি ও ল্যাপটপ এই দেশের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই পর্বে থাকছে এই পণ্যগুলো নিয়ে প্রতিবেদন। জেড এয়ার ল্যাপটপ ॥ আইলাইফের সবচেয়ে জনপ্রিয় ১৪ ইঞ্চি এই ল্যাপটপে রয়েছে, জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, পৃথিবীর এক নাম্বার প্রসেসর নির্মাতা ইন্টেলের প্রসেসর, এই প্রচেসরের গতি ১.৮ গিগাহার্জ পর্যন্ত, টানা চালানোর পরেও গরম হয় না। ১০,০০০ এমএএইচ ব্যাটারি ৭-৮ ঘণ্টা ব্যাক আপ দিবে, ১৫০ ঘণ্টা স্ট্যান্ডবাই সময় চার্জ থাকবে। জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকায় আলাদাভাবে এন্টি ভাইরাস ইন্সটল করতে হবে না। এই বাজেট ল্যাপটপটি দিয়ে প্রয়োজনীয় সব ধরনের কাজ করা যাবে। মাইক্রোসফট অফিস, অটো ক্যাড ও ফটোশপ সাপোর্ট করে। অফিসের গুরুত্বর্পূণ ইমেইল, প্রেজেন্টেশন, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউসিং, এইচ ডি মুভি দেখাসহ সব ধরনের কাজ করা যাবে। ওয়েব ক্যামেরার সাহায্যে ভিডিও কল করা যাবে। ২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের ল্যাপটপটির স্টোরেজ এস ডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। সব ধরনের এক্সটারনাল ডিবাইস ও হার্ড ডিস্ক সাপোর্ট করবে। ১.৫৩ কেজি ওজনের এই স্লিম ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আকর্ষণীয় ডিজাইনের এই ল্যাপটপ টি সিলভার কালারে পাওয়া যাচ্ছে। দাম ১৬,৪৯৯ টাকা। জেড এয়ার এইচ ॥ ১৪.১ ইঞ্চি ডিসপ্লের জেড এয়ার এইচ সরাসরি ইউ নাইটেড আরব আমিরাতের দুবাই থেকে আমদানি করায় এই ল্যাপটপে আরবি এবং ইংলিশ কিবোর্ড ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে রয়েছে জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এবং দুই জিবি ডিডিআর থ্রী র‌্যাম, ৩২ জিবিইন্টার্নাল মেমরি। এই স্টোরেজ আপনাকে বড় প্রোগ্রাম চালাতে সাহায্য করবে। এছাড়াও রয়েছে ৫০০ জিবি ইন্টারনাল হার্ডডিস্ক যা আপনার প্রয়োজনে বাড়ানো যাবে। এতে আপনার গুরুত্বপূর্ণ বড় ফাইল ও ডাটা সেব করে রাখা যাবে। আনলিমিটেড এক্সটারনাল হার্ডডিস্ক ও পেনড্রাইভ ব্যবহার করা যাবে। ল্যাপটপটিতে রয়েছে ওয়াই ফাই কানেকটিভিটি, দুটি ইউএসবি পোর্ট টু, মাইক্রোএইচ ডি এম আই ও এসডি কার্ড পোর্ট। এতে ব্যবহার করা হয়েছে ৯,৬০০ এমএএইচ ব্যাটারি, যা দিয়ে টানা ৬-৭ ঘণ্টা কাজ করা যাবে। ১৬.২ মিলিমিটার পাতলা, ১.৪ কেজি ওজনের এই ল্যাপটপে রয়েছে শক্তিশালী ইন্টেল প্রসেসর। এর গতি ১.১ থেকে ২.৪ গিগা হার্টজ পর্যন্ত। এটা আপনাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোগ্রাম চালাতে সাহায্য করবে। মাল্টিটাসকিং করার জন্য এই ল্যাপটপটি হবে অতুলনীয়। দাম ১৯,৯০০ টাকা। জেড বুক ডাব্লুউ ॥ মসৃণ ও আর্কষণীয় ডিজাইনের ১০.১ ইঞ্চি কনভারটিবল ল্যাপটপটি চলার পথে বহন করার জন্য খুবই সুবিধাজনক। হালকা ওজনের কারণে সহজে ব্যাগে রাখা যাবে, ভ্রমণের সময় আপনার সার্বক্ষণিক সঙ্গী হয়ে থাকবে। স্লিম, স্বচ্ছ ও সম্পূর্ণ আইপিএস ডিসপ্লের ল্যাপটপটি ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। পাওয়ারফুল ইন্টেল প্রসেসর বিশিষ্ট এই ল্যাপটপের সঙ্গে থাকছে ইন্টার্নাল মেমরি। এতে আরও ১২৮ এই মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। এছাড়াও আনলিমিটেড এক্সটারনাল হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ ব্যবহার করা যাবে। কি-বোর্ডটি ডিসপ্লে থেকে খুলে ফেললেই এটি একটি ট্যাবলেটে পরিণত হয়। সেলফি ও স্কাইপি ভিডিও কলসহ বিভিন্ন ধরনের ছবি তোলা যাবে। আর্কষণীয় ডিজাইনের গ্রে এবং গোল্ড কালারে এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। ৬,০০০ এমএএইচ ব্যাটারির এই টুইনওয়ান ডিবাইসটি দিয়ে টানা ৪-৫ ঘণ্টা কাজ করা যাবে। দাম ১৬,৯৯০ টাকা। জেড পিসি অল ইন ওয়ান ॥ ফাইবার ও মেটাল দিয়ে তৈরি সিলভার কালারের জেড পিসি দেখতে খুবই সুন্দর, মসৃণ ও আকর্ষণীয়। ১৭.৩ ইঞ্চি ফুল টাচ স্ক্রিন অল ইন অয়ান পিসিতে রয়েছে ফুল এইচ ডি ডিসপ্লে। এতে রয়েছে ৩ গিগাবাইট রেম ও ৩২ জিবি ই এম এম সি স্টোরেজ যা আপনাকে বড় প্রোগ্রাম দ্রুত চালাতে সাহায্য করবে। রয়েছে ৫০০ জিবি হার্ড ডিস্ক যা প্রয়োজনে বর্ধিত করা যায়। এই ল্যাপটপে ইন্টেলের সেলেরন সিরিজের পাওয়ারফুল প্রসেসর এপোলো লেক ব্যবহার করা হয়েছে। ২.৪০ গিগাহার্জ গতির প্রসেসরটি মূলত দৈনন্দিন অফিস ও পারসনাল কাজের জন্য বেশ ভাল পারফরমেন্স দিবে। এই প্রসেসর সারা দিন টানা ব্যবহারের পরও গরম হবে না। এক্সট্রা সুবিধা হিসেবে রয়েছে ওয়ারলেস কি বোর্ড ও মাউসের সুবিধা, যা পিসির সঙ্গে সম্পূর্ণ ফ্রী পাওয়া যাবে। ওজন কম হওয়ায় এই পিসি টি সহজে বহন করা যায়। টাচ স্ক্রীন সুবিধা থাকায় ফিঙ্গার ব্যবহার করে পিসিতে কমান্ড দেওয়া যাবে। পিক্সেলের পরিমাণ ও বাজেট অনুযায়ী টাচ ডিসপ্লে, পিসিটির অন্যতম বড় ফিচার। ফটোশপ ও ভিডিও এডিটিং সফটওয়ারের কাজ স্বাচ্ছন্দে করা যাবে। অফিসের কাজ, ব্রাউজিং ও ভিডিও দেখার মতো কাজ সহজেই করা যাবে। বাজারের অন্য সব আল ইন ওয়ানে সাধারণত ব্যাটারি ব্যাক আপ থাকে না, জেড পিসিতে৩ থেকে ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। দাম ২৯,৯৯০ টাকা আই লাইফের প্রতিটি পণ্যের সঙ্গে আপনি পাচ্ছেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। আমেরিকার এই ব্র্যান্ডিটি ইতোমধ্যে ক্রেতাদের আস্থা অর্জন এর পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঢাকার আইডিবি ভবন ও মাল্টিপ্লান সেন্টারের স্টারটেক, রাইয়ান্স কম্পিউটার, ড্যাফোডিল কম্পিউটারসহ দেশজুড়ে অনুমোদিত শোরুমে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা পণ্য সম্পর্কে জানতে এই মোবাইল নাম্বারে ০১৮৪৭০৫২০৭৪ যোগাযোগ করতে পারে অনায়াসে।
×