ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী বারের নির্বাচন

আওয়ামী লীগ পন্থীদের জয়

প্রকাশিত: ০৫:২৯, ২৪ মার্চ ২০১৮

আওয়ামী লীগ পন্থীদের  জয়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বড় জয় হয়েছে। ২১টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৮টি পদে আওয়ামী লীগপন্থীদের প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিত হয়েছেন মাত্র তিনজন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে লোকমান আলী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে একরামুল হক নির্বাচিত হয়েছেন (০২) পেয়েছেন ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমসেদ আলী (০১) পেয়েছেন ২২৭ ভোট। এ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী, সম্পাদক (হিসাব) পদে আখতারুল আলম বাবু, সম্পাদক (লাইব্রেরি) পদে মোহাম্মদ আলী (২), সম্পাদক (অডিট) পদে হেলাল আহমেদ ও সম্পাদক (প্রেস এ্যান্ড ইনফরমেশন) পদে জালাল উদ্দিন (০২) নির্বাচিত হয়েছেন। এছাড়া এই পরিষদ থেকে সদস্য পদে জয়লাভ করেছেন আসির উদ্দিন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।
×