ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএডিসির নির্মাণাধীন গুদামের ছাদ ধস ॥ প্রকল্প পরিচালককে শোকজ

প্রকাশিত: ০৫:২৮, ২৪ মার্চ ২০১৮

বিএডিসির নির্মাণাধীন গুদামের ছাদ ধস ॥ প্রকল্প পরিচালককে শোকজ

বিএডিসি’র নশিপুর পাট বীজ খামারের বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নির্মাণাধীন গুদামের ছাদ ধসের ঘটনায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে শোকজ করেছে বিএডিসি কর্তৃপক্ষ। দিনাজপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নশিপুর পাট বীজ খামারের বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নির্মাণাধীন ২০০০ মে.টন ধারণক্ষমতাসম্পন্ন গুদামের ছাদ ধসে শ্রমিক আহতের ঘটনায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে শোকজ করেছে বিএডিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ‘বিএডিসি’র বিদ্যমান বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাদির আধুনিকীকরণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন গুদামের ছাদ ঢালাইয়ের সময় দুপুর দেড়টায় হঠাৎ করে ছাদের একদিকে ধসে পড়লে কয়েক শ্রমিক আহত হয়। আহতদের তাৎক্ষনিকভাবে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ঠিকাদারি প্রতিষ্ঠানসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। -বিজ্ঞপ্তি
×