ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ॥ আমু

প্রকাশিত: ০৫:২৬, ২৪ মার্চ ২০১৮

 সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৩ মার্চ ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, সরকার মানসম্মত শিক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলা ও শরীর চর্চা মানুষকে নীতিবান ও আদর্শবাদী মানুষ তৈরির সহায়ক ভূমিকা পালন করে। সরকার দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পায়রা বন্দর ও পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করেছে এবং কাজ সমাপ্ত হলে দক্ষিণাঞ্চল বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে পরিণত হবে। তিনি শুক্রবার ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচলনা পর্ষদের সভাপতি হামিদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এ্যাড. খান সাইফুল্লাহ পনির উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও পৌর মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন।
×