ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোখরা ধরতে দমকল বাহিনী

প্রকাশিত: ০৫:২১, ২৪ মার্চ ২০১৮

গোখরা ধরতে দমকল বাহিনী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর কুমপাড়া ফুদকিপাড়া এলাকার উষা লাহিড়ীর বাড়ি থেকে এবার দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করল বিষধর গোখরা। শুক্রবার সকালে সাপটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাপুড়েরা সাপটি উদ্ধার করে। জানা যায়, ভোর সোয়া ৬টার দিকে ঘুম থেকে জেগে ছাদের দিকে তাকিয়ে দেখেন বিশাল একটি সাপ ঝুলে রয়েছে। প্রথমে ওই ঘরে থাকা শিশু সাপটি দেখে চিৎকার শুরু করে। পরে বাড়ির অন্য সদস্যরা ছুটে এসে সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন ও সাপুড়ে বোরহান বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে নানা কৌশলে প্রায় সাড়ে ৪ ফুট লম্বা সাপটি উদ্ধার করে।
×