ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালকিনিতে যুবক হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৫:২০, ২৪ মার্চ ২০১৮

কালকিনিতে যুবক হত্যার বিচার  দাবি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৩ মার্চ ॥ গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে কালকিনিতে মোঃ আলামীন নামের এক যুবককে সম্প্রতি রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় অবশেষে ওই যুবকের মা বাদী হয়ে কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত যুবকের পরিবার। জানা যায়, উপজেলার বাশগাড়ি এলাকার মধ্যেরচর গ্রামের শাহআলম ফকিরের ছেলে আলামীনকে গত ১২ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে একটি বাগানের পাশে ফেলে রাখা হয়। পরে খাশেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ১৩ মার্চ সকালে নিহত আলামীনের লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। ওই সময় নিহত আলামীনের মা জুলেখা বেগম এলাকায় বিভিন্ন মহলের চাপের কারণে মামলা করতে পারেননি বলে তিনি জানান। অবশেষে জুলেখা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর কোর্টে বাশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্য আসামিরা হলেন লাটু বেপারী, সবুজ বেপারী, রাসেল বেপারী, ওসমান বেপারী, বিল্লাল মাতুব্বর, চুন্নু সরদার, ইব্রাহিম সরদার, কালাম বেপারী, মুকুল বেপারী, রাজন বেপারী, শাহজাহান, মুজিবুর রহমান দুলাল, সহিদুল ইসলাম, তুহিন হাওলাদার ও পারভেজ হাওলাদার।
×