ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চলছে সৌন্দর্য বর্ধন

প্রকাশিত: ০৫:২০, ২৪ মার্চ ২০১৮

 প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে চলছে  সৌন্দর্য বর্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ মার্চ ॥ শহরের রাস্তা, স্থাপনা, সরকারী ভবনগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে শহরের সৌন্দর্য হারিয়ে ফেলছিল। বেশিরভাগ সড়ক ভাঙ্গা থাকায় স্বাভাবিক যাতায়াতের অযোগ্য হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সকল বয়সের লোকজনকে। তবে গত কয়েকদিনে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ও শহরের প্রধান সড়কের চেহারা দ্রুত পাল্টে যেতে শুরু করেছে। সড়কের গর্ত ভরাট, মেরামত ও সৌর্ন্দয বর্ধনের কাজ চলছে খুব দ্রুত গতিতে। ফলে শহরের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসতে শুরু করেছে। হঠাৎ কেন এমন পরিবর্তনের প্রশ্নোত্তর হচ্ছে আগামী ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে আসছেন। ওইদিন তিনি জেলার অসংখ্য উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আর তাই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের অফিস, আদালত, বিভিন্ন স্থাপনা সংস্কার, রং এর কাজ ও সড়ক মেরামতের ধুম পড়েছে। ১৭ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলাবাসীর মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, চলছে ব্যাপক প্রস্তুতি এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঠাকুরগাঁও শহরকে নবরূপে সাজান হচ্ছে। জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ১৭ বছর পর এই প্রথম ঠাকুরগাঁও সফরে আসছেন তিনি। এর মধ্যে কয়েকবার তাঁর ঠাকুরগাঁও সফরে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আর আসা হয়নি। শেখ হাসিনা সর্বশেষ ঠাকুরগাঁওয়ে এসেছিলেন ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নানা প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত নির্বিশেষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
×