ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলী কৃষি রেডিও দেড় মাস ধরে বন্ধ!

প্রকাশিত: ০৫:২০, ২৪ মার্চ ২০১৮

 আমতলী কৃষি রেডিও দেড় মাস ধরে  বন্ধ!

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ মার্চ ॥ বরগুনার আমতলী কৃষি রেডিওর ট্যান্সমিটার বিকল হওয়ায় দেড় মাস ধরে সম্প্রচার বন্ধ রয়েছে। এতে উপকূলের প্রায় চার লক্ষাধিক শ্রোতা গুরুত্বপূর্ণ খবর, কৃষি তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। অল্প দিনের মধ্যে সম্প্রচার চালু হবে বলে জানান, পরিচালক ড. নুরুল ইসলাম। জানা গেছে, ২০১২ সালে ১ জানুয়ারি আমতলী কৃষি রেডিওর যাত্রা শুরু হয়। ওই সময় থেকে বেশ ভালই চলছিল রেডিওর সম্প্রচার। দিন দিন রেডিওটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ২০১৬ সালে রেডিওর দুটি ট্যান্সমিটারের একটি ট্যান্সমিটার বিকল হয়ে যায়। ওই সময় একটি ট্যান্সমিটার দিয়ে সম্প্রচার সচল রাখে। পরে বিকল হওয়া ট্যান্সমিটারটি মেরামতের মাধ্যমে সচল করে। এ বছর ৯ ফেব্রুয়ারি এক সঙ্গে দুটি ট্যান্সমিটার বিকল হওয়ায় রেডিওর সম্প্রচার বন্ধ হয়ে যায়। দেড় মাস ধরে সম্প্রচার বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ খবর, কৃষি তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলের প্রায় চার লক্ষাধিক শ্রোতা।
×