ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব শুরু

প্রকাশিত: ০৫:০৯, ২৪ মার্চ ২০১৮

আজ লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব শুরু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দরের লাঙ্গলবন্দে আজ শনিবার সকাল ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ড থেকে দু’দিন ব্যাপী সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব শুরু হচ্ছে। এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেড় হাজার পুলিশ সদস্য ছাড়াও র‌্যাব, ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকছে। বসানো হয়েছে ৩৬টি সিসি ক্যামেরা। ১৮টি ঘাটের মাধ্যমে দেশ-বিদেশ থেকে আগত কয়েক লাখ পুণ্যার্থী স্নানোৎসব সম্পন্ন করবেন। শুক্রবার থেকেই পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে আসা শুরু করেছে। জানা গেছে, বন্দরের লাঙ্গলবন্দে শনিবার সকাল ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ড লগ্ন শুরু হয়ে পরদিন রবিবার সকাল ৭টা ৫২ মিনিট ৫০ সেকেন্ডে লগ্ন শেষ হবে। এ লগ্নের সময়ের মধ্যে ১৮টি ঘাটের মাধ্যমে ব্রহ্মপুত্র নদে লাখ লাখ পুণ্যার্থী স্নান সম্পন্ন করবে। ঘাটগুলো হলো- আড্ডা হরিরামপুর ঘাট, নলিত মোহন সাধু ঘাট, নাসিম ওসমান ঘাট, অন্নপূর্ণা ঘাট, রাজঘাট, মাকরী সাধু ঘাট, গান্ধী (শশ্মান) ঘাট, ভদ্রেশ্বরী কালীঘাট, জয়কালী মন্দির ঘাট, পাষাণকালী মন্দির ঘাট, মনোজকান্তি বড়াল ঘাট, প্রেমতলা ঘাট, মনি ঋষিপাড়া ঘাট, ব্রহ্ম মন্দির ঘাট, দক্ষিণেশ্বরী ঘাট, কালীগঞ্জ ঘাট ও সাবদী কালীবাড়ি ঘাট। লাঙ্গলবন্দ স্মানোৎসব উদযাপন কমিটির সদস্য শিপন সরকার শিখন জানান, ইতোমধ্যে লাঙ্গলবন্দ স্নান এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থার সমন্বয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার থেকেই পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে স্নানোৎসবে অংশ নিতে আসা শুরু করেছে। শুক্রবার কয়েক হাজার পুণ্যার্থী লাঙ্গলন্দে এসে পৌঁছেছেন।
×