ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা হাওয়া ভবনের উন্নয়ন করেন, শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করেছেন ॥ ইনু

প্রকাশিত: ০৫:০০, ২৪ মার্চ ২০১৮

খালেদা হাওয়া ভবনের  উন্নয়ন করেন,  শেখ হাসিনা পুরো  দেশের উন্নয়ন  করেছেন ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৩ মার্চ ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বেগম খালেদা জিয়ার আমলে তিনি শুধু হাওয়া ভবনের উন্নয়ন করেছিলেন। আর শেখ হাসিনা পুরো দেশের উন্নয়ন করেছেন। যার সুফল দেশবাসীর সঙ্গে বিএনপি সদস্যরাও ভোগ করছেন। বেগম জিয়ার আমলে তিনি বিদ্যুতহীনতার অন্ধকার অভিশাপ উপহার দিয়েছিলেন। এছাড়াও সন্ত্রাস আর অনুন্নয়নের কাদা উপহার দিয়েছিলেন। আর শেখ হাসিনার সরকার সেই অনুন্নয়ন আর বিদ্যুতহীনতার অভিশাপ থেকে দেশকে উদ্ধার করেছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় দিশা এনজিও অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোন সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করতে পারেনি। নির্বাচন প্রশ্নে তারা ফাঁকা কথা বলছেন। এর মানে নির্বাচন তাদের এজেন্ডা নয়, তাদের এজেন্ডা হলো, পানি ঘোলা করে বিভ্রান্তির মধ্যে দিয়ে একটি অস্বাভাবিক সরকার গঠন করা। বাংলাদেশে সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন যথা সময়েই হবে। আইনত বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়নি, নির্বাচন করার অধিকার তাদের আছে। সুতরাং তারা নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র সচল রাখতে সাহায্য করুক। তথ্যমন্ত্রী আরও বলেন, সুপ্রীমকোর্ট বার নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে শেখ হাসিনার সরকার কোন নির্বাচনেই হস্তক্ষেপ করেন না। সুপ্রীমকোর্ট বারে নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয় হওয়ায় বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচন দিলে এমন পরিস্থিতি হবে। বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, গণতন্ত্র মানে এক দল এক জায়গায় বিজয় অর্জন করবে অপর জায়গায় আরেক দল বিজয় অর্জন করবে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা কে পাবে সেটা হচ্ছে বড় কথা। বিগত দিনে এ সরকার সংখ্যাগরিষ্ঠ ছিল, ভবিষ্যতেও থাকবে। তার মানে এই নয় যে ৩শ’ আসনেই বিজয় হবে। আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বপ্ন দেখছি। ৩শ’ আসনে বিজয়ের স্বপ্ন দেখছি না। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলার সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম মুকলু, জাসদ নেতা আখতার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×