ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে আজ এরশাদের মহাসমাবেশ

প্রকাশিত: ০৪:৫৮, ২৪ মার্চ ২০১৮

সোহরাওয়ার্দী উদ্যানে আজ এরশাদের মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। প্রায় ৩৫ বছর পর কলঙ্কিত এই দিনেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মহাসমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে বক্তব্য রাখবেন জাপা চেয়ারম্যান এরশাদসহ দলের কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে সমাবেশের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। সমাবেশে ব্যাপক জনউপস্থিতি নিশ্চিত করতে একমাস আগে থেকে মাঠে নেমেছে দলের শীর্ষনেতারা। মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন করতে শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইলে দলীয় কার্যালয়ে করা হয়েছে আলোকসজ্জা। প্রধান বিচারপতির বাসভবন থেকে মৎস্যভবন, শাহবাগ পর্যন্ত বর্ণিল সাজে সাজানো হয়েছে। রাজধানীর প্রায় সব ফ্লাইওভার এরশাদের ছবি সংবলিত ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সমাবেশ সফল করতে শুক্রবার বিকেলে জাপা কাকরাইল কার্যালয়ে সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল। প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এছাড়া সমাবেশ সফল করতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বিকেলে কাকরাইল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
×