ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রান্সের সুপার মার্কেটে জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ মার্চ ২০১৮

ফ্রান্সের সুপার মার্কেটে জিম্মি সঙ্কটের রক্তাক্ত অবসান

জনকণ্ঠ ডেস্ক ॥ ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ত্রিবস শহরের এক ব্যস্ততম সুপারমার্কেটে শুক্রবার জিম্মি সঙ্কটের ঘটনা ঘটে। সুপার ইউ শপ নামের ওই মার্কেটে একজন বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে প্রবেশ করে কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে একটি ফরাসী টেলিভিশনের খবরে বলা হয়েছে। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও ১২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই বন্দুকধারী আইএস সমর্থক ও মরক্কোর নাগরিক বলে খবরে বলা হয়েছে। খবর বিবিসি ও এএফপির। ফরাসী পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার পরপরই এলিট পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গুলিতে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়। ত্রিবসের মেয়র এরিক মেনাসি বিএফএম টেলিভিশন চ্যানেলকে বলেন, হামলাকারী একাই ছিল। দেশটির প্রধানমন্ত্রী এ্যাডোয়ার্ড ফিলিপে বলেন, হামলাটি অত্যন্ত গুরুতর ছিল। হামলার ধরন দেখে মনে করা হচ্ছে এটি সন্ত্রাসী ঘটনা। পুলিশ কৌশলে মার্কেটে প্রবেশ করে বন্দুকধারীকে নিবৃত্ত করতে সমর্থ হয়। একই সঙ্গে সকল জিম্মিকে মুক্ত করা হয়েছে। ফরাসী নিরাপত্তা সূত্র জানায়, বন্দুক, ছুরি ও গ্রেনেড নিয়ে হামলাকারী ওই মার্কেটে প্রবেশ করে। প্রথমে আতঙ্ক ছড়ায়। ওই সূত্র আরও জানায়, শুক্রবারের জিম্মি ঘটনায় দুইজন নিহত হয়েছে। বন্দুকধারী জিম্মি ঘটনার সূত্রপাত ঘটানোর পর অনেক ক্রেতা ও মার্কেটের কর্মীরা কৌশলে বের হতে সমর্থ হয়। পরে পুলিশ ওই বন্দুকধারীকে বাগে আনে। হামলাকারীর জাতীয়তা মরোক্কোর হলেও তার নাম আপাতত প্রকাশ করা হয়নি। স্থানীয় নিরাপত্তা সূত্র এ ঘটনাকে প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকা- বলে অভিহিত করেছে। কারণ বন্দুকধারী আইএসের সঙ্গে তার যোগসূত্রের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৫ সাল থেকে ফ্রান্সে মূলত এই ধরনের সন্ত্রাসী হামলা চলে আসছে। ওই বছরের নবেম্বরে ফ্রান্সে আইএস সন্ত্রাসীর হামলায় ১৩০ জন প্রাণ হারায়।
×