ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিবি পুলিশ কর্মকর্তা হত্যাকারী হাসান বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ মার্চ ২০১৮

ডিবি পুলিশ কর্মকর্তা হত্যাকারী হাসান বন্দুকযুদ্ধে নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত হাসানই পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন হত্যায় জড়িত হাসান বলে ডিবি পুলিশের ধারণা। উদ্ধার হয়েছে পুলিশের খোয়া যাওয়া দুইটি পিস্তল। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুর ষাট ফিট রাস্তার ভাঙ্গা ব্রিজের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে সেখানে অবস্থান করা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সব শান্ত হয়ে যায়। এরপর সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, নিহত হাসানই ডিবির পরিদর্শক মোঃ জালাল উদ্দিন হত্যায় জড়িত। লাশ হাসপাতালটির মর্গে পাঠান হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোখলেছুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের চুরি হওয়া দুইটি পিস্তল, ১টি ভারতের তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, পুলিশের চুরি হওয়া ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। ডিবির কর্মকর্তারা জানান, গত ১১ জানুয়ারি মিরপুরের মধ্যপীরেরবাগে ঝিলপাড়ের ২৯৯/৯/১/এ বাড়ির চতুর্থ তলার বাসার গ্রিল কেটে দুই সার্জেন্ট মামুনুর রশীদ ও সোহেল রানার সরকারী দুটি পিস্তল ও গুলি চুরি হয়। হাসান ও কামাল এই অস্ত্র চুরি করে বলে অভিযোগ রয়েছে। এর আগে হাসান মিরপুর এলাকায় গ্রিল কেটে চুরি করতেন। ওই সব ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় দুইটি মামলাও রয়েছে। ঘটনার দিন রাত ৮টার দিকে পিস্তল ও গুলি চুরি করে পালিয়ে যায়। এরপর থেকে হাসান ও কামাল পুলিশের অস্ত্র দেখিয়ে মিরপুর এলাকায় ছিনতাইও করেছেন। হাসান ও কামাল ইয়াবাসক্ত। গত ১৯ মার্চ সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ডিবির পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। মিরপুর মডেল থানাধীন মধ্যপীরের বাগের আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছেই ১০৫/এ/১ নম্বর আড়াইতলা বাড়িতে অভিযান চালায়। ওই সময় হাসান ও কামাল ইয়াবা সেবন করছিল। সেখানে অভিযান চালানোর সময় হাসান জালাল উদ্দিনের মাথায় গুলি করে। পরে স্কয়ার হাসপাতালে মারা যান জালাল। জালাল উদ্দিনের মাথায় দুইটি বুলেট বিদ্ধ হয়ে ব্রেইন ছিন্নভিন্ন হয়ে যায় বলে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানান। এরপর হাসান অস্ত্র নিয়ে পীরেরবাগে তার মায়ের বাসায় চলে যায়। সেখান থেকে গাজীপুরে যায়। গাজীপুর থেকে ঢাকায় এলে পুলিশের হাতে গ্রেফতারকালে বন্দুকযুদ্ধে হাসানের মৃত্যু হয়। ওই বাড়ি থেকে পলাতক হাসান মাসুদের স্ত্রীসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়। এ ঘটনায় বুধবার রাতে ডিবির এসআই শামীম আহমেদ বাদি হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার পলাতক হাসান মাসুদের স্ত্রী তানিয়া বেগম (২৫) ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে জবানবন্দী দেন। আদালত সূত্র জানায়, জবানবন্দী মোতাবেক ঘটনার রাতে বাসার ছাদের ওপর থেকে হাসান গুলি করে। আর সেই গুলিতেই সম্ভবত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
×