ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনপ্রতিনিধিদের গুণগত প্রশিক্ষণ দেবে এলজিইডি

প্রকাশিত: ০৪:৩৭, ২৪ মার্চ ২০১৮

জনপ্রতিনিধিদের গুণগত প্রশিক্ষণ দেবে এলজিইডি

স্টাফ রিপোর্টার ॥ জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে অধিকতর কার্যকর ভূমিকা পালনের জন্য পর্যায়ক্রমে ৬০ হাজারের বেশি জনপ্রতিনিধিকে গুণগত প্রশিক্ষণ প্রদান করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার ব্যবস্থার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এসব কথা বলেন। এন আই এল জির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এন আই এল জির পরিচালক মোঃ ইয়াহ ইয়া ভুইয়া, বিআরবির মহাপরিচালক মুহম্মদ মউদুদ উর রশীদ সফদার প্রমুখ। ‘উন্নয়নের গতি ধারায় বাংলাদেশ : প্রত্যাশা, প্রাপ্তি ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতা অর্জনের ৪৭তম বছরে আমরা জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সম্মান অর্জন করেছি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত বিশ্বের কাতারে থাকতাম। তিনি বলেন, জনশক্তি অমাদের সব চেয়ে বড় সম্পদ।
×